X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাসাইলে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ০৫:০০আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৮:০১

টাঙ্গাইল টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূ স্বপ্না আক্তারকে হত্যার ঘটনায় তার স্বামী শাহীনুর রহমান (৩৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (৬ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের জুডিশিয়াল বাসাইল আমলি আদালতের ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা এ জবানবন্দি গ্রহণ করেন। আদালত-পুলিশের পরিদর্শক তানভীর আহামেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোরে শাহীনুর রহমানকে বাসাইল বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।

তানভীর আহামেদ বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান অভিযুক্ত শাহীনুর রহমানকে সংশ্লিষ্ট আদালতে হাজির করেন। শাহীনুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় শাহীনুরকে প্রধান আসামি করে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার নথিতে উল্লেখ, বাসাইল উপজেলার স্থলবল্লা এলাকার শাহীনুর তার স্ত্রী স্বপ্না আক্তারকে বাবার বাড়ির সম্পদ বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। শনিবার (৫ অক্টোবর) ভোরে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে শাহীনুর স্বপ্নাকে বর্শার আঘাতে হত্যা করেন। পরে শাহীনুর ও তার মা-বাবা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই উপজেলার ব্রাহ্মণপাড়িল এলাকার সাবেক মেম্বার নিহত স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ