X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাবি

জাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাবি সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রচলিত নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ফলে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় নিজেদের ‘স্বকীয়তা হারাবে’ বলে ধারণা করছেন তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছি না। কারণ, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা রয়েছে, সমন্বিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলো গেলে তাদের স্বকীয়তা হারাবে। এতে একজন শিক্ষার্থীর কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি। এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়টি এখনও অস্পষ্ট ও জটিল।’

অস্পষ্ট ও জটিলের ব্যাখ্যায় অর্থনীতি বিভাগের এই অধ্যাপক বলেন, ‘অস্পষ্ট হচ্ছে, এই ভর্তি পরীক্ষা কিভাবে সম্পন্ন হবে, কারা পরীক্ষা কমিটিতে থাকবে এ বিষয়ে অস্পষ্টতা রয়েছে। আর প্রশ্নফাঁস হচ্ছে জটিলতার রূপ।’

গত ১২ ফেব্রুয়ারি দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসি’র সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে ছিলেন। ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন