X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া বন্ধ, শিমুলিয়া ঘাটে থাকা লোকজন ফিরছেন ঢাকা

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২০, ১৪:৫৩আপডেট : ১৯ মে ২০২০, ১৪:৫৩

পাটুরিয়া ঘাট প্রশাসনের কড়া নজরদারির কারণে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ সোমবারের তুলনায় মঙ্গলবার (১৯ মে) অপেক্ষাকৃত কম ছিল। তারপরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে যাত্রী ও গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সকাল ৯টা থেকে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ফেরি কর্তৃপক্ষ। এদিকে, শিমুলিয়া ঘাটে পদ্মা নদী পারাপারের অপেক্ষায় থাকা লোকজনকে বিশেষ বাসে করে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করে। পাশাপাশি বিপুল সংখ্যক প্রাইভেটকারেরও ফেরি পারের অপেক্ষায় ছিল। সকাল ৭টা থেকে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ২-৩ টি ফেরি চালানো হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। পরে সকাল ৯টার দিকে ফেরি চলাচল পুরোপুরিভাবে বন্ধ করা হয়।

পারের অপক্ষোয় থাকা গাড়ি

এরআগে সোমবার ৭ ঘণ্টা বন্ধ ছিলে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। সন্ধ্যা সাড়ে ৬টা দিকে স্বল্প পরিসরে ফেরি চলাচল শুরু করা হয়।

এদিকে ঢাকা আরিচা-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের নিরাপত্তা চৌকি জোরদার করা হয়েছে। ফলে মহাসড়কের প্রাইভেটকার চলাচল দেখা যায়নি বলেও চলে। মহাসড়কের গোলড়া এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে পাটুরিয়াঘাট মুখি প্রাইভেটকারগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, সকালের দিকে যানবাহনের কিছুটা চাপ থাকলেও দুপুরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ব্যক্তিগত কোনও যানবাহন ঢাকা-আরিচা সড়ক দিয়ে পাটুরিয়া ফেরিঘাটের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এরপরও পুলিশের চোখ ফাঁকি দিকে বিকল্প পথ ব্যবহার করে নানা কৌশলে বিভিন্নভাবে ঘাটে যাচ্ছেন যাত্রীরা।

পারের অপক্ষোয় থাকা গাড়ি

এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে সোমবার বিকাল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। এরপরও শিমুলিয়া নদী পারের অপেক্ষায় ছিলেন প্রায় ৫ হাজার মানুষ। বাসা ছেড়ে দিয়েছেন, কর্মস্থলও বন্ধ এমন পরিস্থিতিতে নিজ বাড়িতে ফিরতে না পারায় বিপাকে পড়েছেন তারা। তবে, বিশেষ বাসের ব্যবস্থা করে তাদের ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে। এরইমধ্যে চারটি বাস ঢাকার উদ্দেশে শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে বলে জানা গেছে।
শিমুলিয়া ঘাটের আশেপাশে অসংখ্য যানবাহন পারের অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশেপাশে এক্সপ্রেসওয়ে আছে অসংখ্য গাড়ি। 

নৌকায় পদ্মা পাড়ি
ফেরিতে পারের অপেক্ষমাণ যাত্রীরা তাদের দুর্ভোগের কথা বলেন। তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তারা খুব কষ্ট করে ঘাটে এসেছেন। তারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এখানে অবস্থান করছেন। 
মাওয়া ট্রাফিক পুলিশ ফাড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বিশেষ বাসের মাধ্যমে যাত্রীদের ঢাকায় পাঠানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, ফেরি বন্ধ থাকার পরও মানুষজন ঘাটে আসছে। সড়কে যান চলাচল বন্ধ। তবু যাত্রীরা গ্রামের রাস্তা দিয়ে পায়ে হেঁটে হলেও ঘাটে এসে জড়ো হয়। সরকারের সিদ্ধান্তে ফেরি বন্ধ আছে। নির্দেশনা আসলে আবার ফেরি চালু হবে। তবে, যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু বাসের ব্যাবস্থা করা হয়েছে যেন যাত্রীরা ঢাকা ফেরত যেতে পারেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ