X
শুক্রবার, ১৬ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

গ্রামবাসীর বাধায় উপ-কর কমিশনার সুধাংশু কুমারের দাহ হলো শ্বশুরবাড়িতে

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০২০, ১২:৫০আপডেট : ১০ জুন ২০২০, ১২:৫৯

সুধাংশু কুমার




গ্রামবাসীর বাধার কারণে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার দাহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির গাড়ামাসিতে হয়নি। পরে তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের সহায়তায় মৃতদেহ দাহ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়। দাহ কার্যে তার পরিবারের কেউ উপস্থিত ছিল না।

ইউএনও অঞ্জন কুমার সরকার সুধাংশু কুমারের স্ত্রীর বরাত দিয়ে বুধবার (১০ জুন) সকালে বলেন, গ্রামের বাড়িতে স্থানীয়রা মৃতদেহ দাহ করতে বাধা দেয়। পরে তার মৃতদেহ শ্বশুরবাড়ি ঘাটাইলে দাহ করতে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ঘাটাইলে তার মৃতদেহ আনা হলে সেখানেও স্থানীয় লোকজন বাধা দেয়। পরে তাদেরকে বুঝিয়ে সেখানকার শ্মশানঘাটে দাহ করা হয়েছে।

সুধাংশু কুমারের স্ত্রী মানসী বলেন, তার স্বামীর নিজ বাড়িতে দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গ্রামের লোকজন বিরোধিতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে তার বাবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের পাড়াগ্রামের শ্মশানঘাটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাহ সম্পন্ন হয়।

প্রশাসনের সহযোগিতায় শ্বশুরবাড়িতে দাহ করা হচ্ছে




তিনি আরও বলেন, ‘আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।’ 

প্রসঙ্গত, সুধাংশু কুমার ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) তিনি মারা যান।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন
আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা
আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা
বাজেটে উল্লেখযোগ্যভাবে শিক্ষা বরাদ্দ নিশ্চিত করুন: সাকি
বাজেটে উল্লেখযোগ্যভাবে শিক্ষা বরাদ্দ নিশ্চিত করুন: সাকি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক