X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যমুনায় ৪০ গরু নিয়ে নৌকাডুবি, ৩৬টি নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৫:১০আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৫:১০

যমুনা নদী মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির পশুবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।  শুক্রবার (২৪ জুলাই) বেলা সকাল পৌনে ৯টার দিকে নৌকাডুবির ঘটনায় ৩৬টি গরু ও একজন গরুর মালিক নিখোঁজ রয়েছেন। 

উদ্ধার হওয়া কয়েকজন গরুর মালিক জানিয়েছেন, ওই নৌকায় ৪০টি গরু ছিল। তারা সবাই গরু বিক্রির জন্য আসছিলেন। নদীতে প্রবল স্রোত ও ঝড়ো বাতাসে দুর্ঘটনাটি ঘটে। গরুর মালিকদের সবার বাড়ি পাবনা জেলার নগরবাড়ী, সাথিয়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায়।

আরিচা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানিয়েছেন, নৌকায় থাকা ৪০ গরুর মধ্যে মাত্র চারটি গরু উদ্ধার হয়েছে। বাকি গরু ও নৌকার কোনও সন্ধান তারা পাননি।

তিনি আরও জানিয়েছেন, যে স্থানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সে স্থানের যমুনা নদীর পানির গভীরতা কম করে হলেও ১২০ ফুট হবে।  নদীতে প্রবল স্রোতের কারণে তাদের উদ্ধার তৎপরতা চালানো মুশকিল হয়ে পড়েছে। এজন্য তারা উদ্ধার কাজ আপাতত সমাপ্ত করেছেন।

গরুর মালিক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মানপুর গ্রামের রহম আলী বিশ্বাস (৫০) জানিয়েছেন, ওই নৌকায় তার নিজের ৬টি গরু ছিল। তার প্রতিটি  গরুর দাম এক থেকে থেকে দেড় লাখ টাকা মূল্যের ছিল। 

পাবনার কাশিনাথপুর গ্রামের রজব আলী (৬৫) নিখোঁজ রয়েছেন। তার চারটি গরু ছিল।

নিখোঁজ রজব আলীর আত্মীয় সালাম জানিয়েছেন, তার ফুপার সন্ধান এখনও পাওয়া যায়নি।

গরুর মালিক আলম জানান, তার একটি গরু ছিল। সেটির দাম দেড় লাখ টাকা। 

নৌকায় থাকা আরেকজন রজব আলী মোল্লা জানান, তারা কোনোরকমে প্রাণে বাঁচলেও ৩৬টি গরু ও নৌকার কোনও হদিস পাননি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
অফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
 ক্রীড়া পরিষদে আগের মতোই অফিস করছেন সচিব
 ক্রীড়া পরিষদে আগের মতোই অফিস করছেন সচিব
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা