X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‌‘পানি পড়া’ খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১২:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৫৫

ধর্ষণ গাজীপুরের শ্রীপুরের ‘পানি পড়া’ খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কবিরাজ পরিচয়দানকারী এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই পোশাক শ্রমিক শ্রীপুর থানায় কবিরাজকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নয়নপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ তথ্য জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় আড়াই মাস আগে উপজেলার মাওনা এলাকার একটি বাড়িতে ভাড়ায় ওঠেন ওই পোশাক শ্রমিক। ওই বাড়িতে কবিরাজ পরিচয়দানকারী আবুল হাশেমও ভাড়া থাকে। একই বাড়িতে ভাড়া থাকায় ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ভিকটিমকে কথা আছে বলে আবুল হাশেম তার ঘরে ডেকে নেয়। কে বা কারা ভিকটিমকে ‘বান’ মেরেছে বলে তার বিয়ের কোন প্রস্তাব আসে না বলে জানায় কবিরাজ। এ জন্য একটি গ্লাসে পানি ভরে ভিকটিমকে পান করতে বলে। ভিকটিম তার কথা বিশ্বাস করে পানি পান করে এবং তার ঘরে চলে যায়। পানি পান করার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়। এর কিছুক্ষণ পরই ভিকটিমের ঘর থেকে আবুল হাশেম তাকে ডেকে বের করে পাশের খালি ঘরে নিয়ে যায় এবং দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম দরজা খুলে ঘর থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করে। ঘটনাটি কাউকে জানালে ভিকটিমকে খুন করার হুমকি দেয় আবুল হাশেম। এ সময় ওই পোশাক শ্রমিকের ফুফু ওই বাসায় গেলে আবুল হাশেম চলে যায়। স্বজনদের সঙ্গে পুরো ঘটনা আলোচনা করে মামলা দায়ের করতে দেরি হয়েছে বলে ভিকটিম মামলায় উল্লেখ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ভিকটিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আবুল হাশেম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!