বৈরি আবহাওয়াতে আগের দিন প্রিমিয়ার লিগে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে ম্যাচ শেষ হতে পারেনি। আজ বুধবার বাকি সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন মোহামেডানকে ৪-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় ১৮ মিনিটের খেলা হওয়ার পর স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেসময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১-এ এগিয়ে ছিল মোহামেডান। রহমতগঞ্জের হয়ে গোল ছিল স্যামুয়েল বোয়েটাংয়ের।
আজ বাকি অংশ শুরুর পর ৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।
ছয় মিনিট পর জুয়েল মিয়ার পাস জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ।
৮৪ মিনিটে ম্যাচে স্যামুয়েল বোযেটাং সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ড হ্যাটটিক করলে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লিগে অষ্টম জয় তুলে নেয় দলটি। এই আসরে মোহামেডানের এটি দ্বিতীয় হার।
১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ। সমান ম্যাচে কিংস ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আবাহনীর পয়েন্টও ২৮, আজ পয়েন্ট পেলে তারা এককভাবে টেবিলের দ্বিতীয় স্থান পাবে।