X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য গ্রেফতার, নথিপত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৭:২০আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৭:২০





গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে আতাউল্লাহ ওরফে সাগর (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৩টায় র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগরের বাড়ি নরসিংদীর শিবপুরের ভরাতেরকান্দি এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আতাউল্লাহ অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়। পরে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম -এবিটি) এ যোগ দেয়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী হিসাবে কাজ করতো। সংগঠনের সদস্য বাড়ানোর জন্য ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপস ব্যবহার এবং এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের মাঝে প্রচার করে উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করতো। সে অনলাইনে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওই সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত সাগর র‌্যাবকে জানায়, সে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার সশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেলে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্তিক ব্লগার ও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালিয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ