X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চিকিৎসার অভাবেই মৃত্যু হলো তাজরীনের আহত শ্রমিকের

সাভার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২০:২০

শারমিন আক্তার আশুলিয়ার তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শারমিন আক্তার নামে অসুস্থ এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে দীর্ঘ আট বছর চিকিৎসার অভাবে তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে নিহতের স্বজন ও শ্রমিক নেতারা। তাজরীনের শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রেসক্লাবের সামনে টান ৭০ দিন অনশনেও যোগ দিয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে শারমিন বাড়ি ফিরে আসেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নিজ নানার বাড়িতে শারমিনের মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। শারমিন তাজরীন ফ্যাশনের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। শারমিনের ১৩ ও ৮ বছরের দুই ছেলে রয়েছে। তার স্বামী আব্দুল করিম দিনমজুর। তিনি আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানা সিরাজুল ইসলামের বাড়িতে থাকতেন।

নিহতের সহকর্মী নাছিমা আক্তার জানান, শারমিন ও তিনি তাজরীনের চার তলায় একই ফ্লোরে কাজ করতেন। ২৪ নভেম্বর আগুন লাগার পরপর ওই ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তখন শারমিন অসুস্থ হয়ে পড়ে। এরপর বেঁচে গেলেও সে অসুস্থ ছিল।

বাংলাদেশ গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাভার-আশুলিয়া শাখার সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ বলেন, ‘তাজরীন গার্মেন্টসে দুর্ঘটনার পর থেকেই শারমিন অসুস্থ ছিল। সে কোনও চিকিৎসা পায়নি। কোনও সাহায্য সহযোগিতাও পায়নি। মৃত্যুর খবর শুনে তার বাড়িতে এসেছি।’

নিহতের পরিবারের বরাত দিয়ে এই শ্রমিক নেতা আরও বলেন, ‘তাজরীনের এই শ্রমিক আট বছর ধরেই অসুস্থ ছিল। গত ৭০ দিনের বেশি সময় ধরে সে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে অনশন করেছে। পরে সেখানে অসুস্থ হয়ে গেলে তার সহকর্মীরা তাকে আশুলিয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর এলাকার লোকের কাছে ৫০ থেকে ১০০ টাকা সাহায্য নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু ভালো চিকিৎসা না পেয়ে সকালে শারমিনের মৃত্যু হয়।’

বিপ্লবী গার্মেন্ট-শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তাজরীনের আরও এক বোনকে হারালাম! চিকিৎসা ও আর্থিক সংকটের কারণেই তার মৃত্যু হয়েছে। কেন এই শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেল? কারখানা মালিক ও বিজিএমইএ-এর (তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন) কাছে আমরা জবাব চাই। ধিক্কার জানাই এই রকম মালিক ও বিজিএমইএ-এর প্রতি।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি