X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

অবৈধ ইটভাটায় অভিযান, নয় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে নয় লাখ টাকা জরিমানা এবং দুটি ইটভাটা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও মানজুরা মোশারফের নেতৃত্বে পরিবেশ অধিদফতর এ অভিযান চালায়।

সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশ অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় হাজী মো. নূরুল ইসলামের মালিকানাধীন মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-১ ও মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ নামে দুটি ইটভাটাতে অভিযান পরিচালনা করা হয়। মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২-কে কিলন স্ক্যাভেটরের সাহায্যে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ইটভাটার আগুন নিভিয়ে দেন। এ ছাড়া মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-১-কে ৫ লাখ টাকা ও মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২-কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চিমনি অপসারণসহ ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, উল্লিখিত ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায়, রেল লাইন ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের  ধারা লঙ্ঘনের কারণে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

নারায়ণগঞ্জে মোট ইটভাটা রয়েছে ২৯৪টি।  অবৈধভাবে চলছে ৮৬টি। পরিবেশ অধিদফতর গত তিন মাসে অবৈধভাবে পরিচালিত ১৯ ইটভাটায় অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। প্রতিটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, অবৈধভাবে পরিচালিত প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেখ হাসিনার নেতৃত্ব ও মার্কিন থিঙ্কট্যাংকের প্রশংসা
শেখ হাসিনার নেতৃত্ব ও মার্কিন থিঙ্কট্যাংকের প্রশংসা
শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ছে: আইনমন্ত্রী
শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ছে: আইনমন্ত্রী
চুয়াডাঙ্গাকে টপকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো যশোর
চুয়াডাঙ্গাকে টপকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো যশোর
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো