X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই গোলাপী

শরীয়তপুর সংবাদদাতা
১৬ এপ্রিল ২০২১, ১২:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১২:২৭

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ডামুড্যা জয়ন্তী নদীতে নৌকায় আশ্রয় নেওয়া সেই গোলাপী বেগম। বুধবার বিকালে ইউএনও মর্তুজা আল মুঈদ ও উপজেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক সহযোগিতাও করা হয়েছে।

গোলাপী বেগমের বাড়ি ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের মৃত মো. আশ্রাফ আলীর স্ত্রী। তার বয়স ৮৭ বছর পেরিয়েছে বলে দাবি পরিবারের। কিন্তু বুধবারের আগে তার নাম বয়স্ক ভাতার তালিকায় ওঠেনি।

সমাজ সেবা কার্যলয়ের তথ্য বলছে, বয়স্ক ভাতা পেতে নারীর জন্য বয়স ৬২ বছর ও পুরুষের জন্য ৬৫ বছর হওয়া প্রয়োজন। সে হিসেবে গোলাপী বেগমের ২৫ আগে বয়স্ক ভাতার কার্ড পাওয়ার কথা ছিল।

আরও পড়ুন- গোলাপী এখন নৌকায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, ওনার (গোলাপীর) সম্পর্কে আগে কিছু জানতাম না, বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পর আমার নজরে আসে। এরপর তাকে বয়স্ক ভাতার কার্ড ও নগদ কিছু অর্থ দেওয়া হয়। শিগগিরই তাকে নতুন একটি ঘর উপহার দেওয়া হবে। ডামুড্যা উপজেলায় শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনা হবে। কেউ বাদ যাবে না বয়স্ক ভাতা সুবিধা থেকে। কেউ যদি বাদ পড়ে থাকেন, আমাদের জানালে তাকে তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হবে।

এর আগে ১০ এপ্রিল  ‘গোলাপী এখন নৌকায়’ শিরোনামে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়। নিউজটি শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান ও ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। প্রশাসনের উদ্যোগে তিনি দ্রুত বয়স্কভাতার কার্ড ও নগদ অর্থ পেলেন। শিগগিরই তাকে একটি পাকা ঘর উপহার দেওয়া হবে।

জানা যায়, স্ত্রীর সঙ্গে বনিবনায় না হওয়ায় ১২ থেকে ১৩ বছর ধরে নৌকায় গোলাপী বেগমকে নিয়ে বসবাস করেন তার ছেলে নুরু মিয়া (৫৩)। গ্রামে একাধিক সালিশ-দরবার করে কোনও সমাধান হয়নি। নুরু মিয়া জীবিকা নির্বাহ করেন জয়ন্তী নদীতে মাছ ধরে। এতে যা রোজগার হয় তা দিয়েই মা-ছেলের চলে যায়। তবে একটু সচ্ছলতার আশার মায়ের জন্য বয়স্ক ভাতার কার্ড করাতে এলাকার গণ্যমান্যদের কাছে ঘুরেও কাজ হয়নি। তারা দুই জনই শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভোটার। নৌকাই তাদের নিজস্ব বাসস্থান।

অবশেষে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বয়স্ক ভাতার কার্ড আর নগদ টাকা পেয়ে খুশি গোলাপী বেগম। তিনি বলেন আমার কষ্ট দেখে সাংবাদিকরা আমাকে নিয়ে নিউজ করার পর স্যারের আমাকে বয়স্ক ভাতা কার্ড দিয়েছে। এতে আমি অনেক খুশি।

নুরু মিয়া বলেন, মায়ের বয়স্ক ভাতা আর সরকারি সুযোগ সুবিধার জন্য চেয়ারম্যান, মেম্বার আর গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেছি। কোনও সুযোগ-সুবিধা পাইনি। আজ আপনাদের মাধ্যমে আমার মায়ের একটি বয়স্ক ভাতার কার্ড হলো, এতো আমি অনেক খুশি। যদি একটি ঘর পেতাম তাহলে মাকে নিয়ে শেষ জীবনে সেখানে একটু কাটাতে পারতাম।

ডামুড্যা উপজেলা সমাজ সেবা অফিসার ওবায়দুর রহমান বলেন, গোলাপী বেগমের ব্যাপারে আগে জানতাম না। আপনাদের মাধ্যমে জেনে তার খোঁজ খবর নিয়ে ইউএনও স্যারের নির্দেশে তাকে বয়স্ক ভাতার কার্ডটি দেওয়া হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে