X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুই বান্ধবীকে ধর্ষণ, ৪ বন্ধু গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২১, ০২:২১আপডেট : ১০ জুন ২০২১, ০২:২১
image

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সিফাত হোসেন (১৮), মো. সিফাত (২১), সাকিব হোসেন (২৪) ও মো. নাঈম (২৪)।

মঙ্গলবার (০৮ জুন) রাতে বন্দরের নবীগঞ্জ ইসলামবাগের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (০৯ জুন) সকালে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গ্রেফতারদের আজ দুপুরে আদালতে পাঠানো হলে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন সিফাত হোসেন ও মো. সিফাত। বাকি দুজন ধর্ষণের ঘটনায় সহায়তার কথা স্বীকার করেন। এ ঘটনায় মো. শাকিল নামে এক সহযোগী পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আটদিন আগে নবীগঞ্জের গুদারাঘাট এলাকায় সিফাত হোসেন ও মো. সিফাতের সঙ্গে দুই বান্ধবীর পরিচয় হয়। তখন উভয়ের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। এরপর মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দুই বান্ধবী মাজার দেখতে নবীগঞ্জ ঘাটে আসেন। এ সময় সিফাত, সিফাত হোসেন এবং তাদের তিন বন্ধু সাকিব হোসেন, নাঈম ও শাকিলের সঙ্গে ওই দুই বান্ধবীর দেখা হয়।

পরে তারা ইসলামবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়িতে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে দুই বান্ধবীকে ডেকে নিয়ে যান। সেখানে দুটি রুমে দুই বান্ধবীকে আটকে রেখে ধর্ষণ করে সিফাত হোসেন ও সিফাত। ধর্ষণের ঘটনায় তাদের সহায়তা করেন সঙ্গে থাকা তিন বন্ধু।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই বান্ধবীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে