X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কারখানার সামনে মেয়ের জন্য মায়ের আহাজারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ১৫:৪৮আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৬:১১

মা-মেয়ে দুইজনই কাজ করতেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের পুড়ে যাওয়া কারখানাটিতে। বৃহস্পতিবার (০৮ জুলাই) আগুন লাগার পরই মা ফিরোজা বেগম হালিমা (৩৮) দোতলা থেকে লাফ দিয়ে পাণে বাঁচলেও আটকা পড়ে কিশোরী মেয়ে তাসলিমা (১৬)।

শুক্রবার (০৯ জুলাই) দুপুর পর্যন্ত ওই কারখানা থেকে ৪৯ জনের লাশ বের করা হলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি হালিমার কিশোরী কন্যার। মেয়ের শোকে কাতর হালিমা কারখানাটির ফটকের সামনেই অজ্ঞান হয়ে পড়েন। চোখে-মুখে পানি দেওয়ার পর সজ্ঞান হলেও মেয়ের জন্য আহাজারিতে ব্যাকুল এ মা।

এই ধ্বংসস্তূপে মেয়েকে পাবেন কি-না এই শোকে দিশেহারা হালিমা পথ আগলে দাঁড়ান ঘটনাস্থলে আসা ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার। সেই কর্মকর্তার হাতে কখনও পায়ে জড়িয়ে ধরেছেন। বারবার চিৎকার করে বলছেন, ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুঁইজ্জা দেন স্যার।’

বৃহস্পতিবার রাত ১২টা থেকে মেয়ের খোঁজে কারখানাটির সামনে রয়েছেন ফিরোজা বেগম হালিমা। ২০ ঘণ্টায়ও মেয়ের খোঁজ না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। নিখোঁজ মেয়েকে জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। যেকোনও উপায়ে অন্তত সন্তানের লাশটা ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন: আগুনে পোড়া লাশের সারি, স্বজনদের আহাজারি

হালিমার জন্ম কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। বাবা বাচ্চু মিয়া দিনমজুর। সংসারের অভাব ঘোচাতে পাঁচ বছর আগে মাত্র ১১ বছর বয়সে হাসেম ফুডের কারখানাটিতে শ্রমিকের কাজ নেয় হালিমার মেয়ে তাসলিমা। পাঁচ বছর পর এসে তাসলিমার বেতন দাঁড়িয়েছিলো পাঁচ হাজার ৬০০ টাকা। মেয়ের আগে থেকেই কারখানার দোতলায় টোস্ট শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। আগুন লাগার সময়েও মা মেয়ে কারখানাটির আলাদা দুটি তলায় কাজ করছিলেন।

বিলাপ করতে করতে হালিমা জানান, কারখানায় আগুন লাগার পর জীবন বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে পড়েছিলেন। তখনই কারখানার চারতলায় আটকা পড়া মেয়ে তাসলিমার কথা মনে পড়ে। ছুটে যেতে চান চারতলায়। কিন্তু কারখানার নিচের ফটক বন্ধ পেয়ে  হালিমার আর ভেতরে যাওয়া হয় না।

তাসলিমার চাচি আমিনা বেগম অভিযোগ করে বলেন, আগুন লাগার সময় কারখানার নিচের ফটকটি বন্ধ ছিলো। এ কারণে অনেক শ্রমিকই কারখানাটি থেকে বের হয়ে আসতে পারেনি।

এদিকে, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানা থেকে অন্তত ৪৯ জন শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান  নিশ্চিত করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ জনে। তবে ভবনটির পাঁচতলা ও ছয়তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এ দুটি ফ্লোর ও ভবনের ছাদে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব