X
রবিবার, ০১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০

কারখানায় আগুনের ঘটনা তদন্তে ৩ কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ২০:১৮আপডেট : ০৯ জুলাই ২০২১, ২০:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

একই সঙ্গে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটি ছাড়াও ফায়ার সার্ভিস ও কলকারখানা অধিদফতর আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (০৯ জুলাই) এসব তদন্ত কমিটি গঠন করা হয়। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার কর্মকর্তার সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তার আশ্বাস দেন পাটমন্ত্রী।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ব্যাপারে কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলবো। নিহত শ্রমিকদের পরিবারগুলো যাতে ভালোভাবে চলতে পারে, সে ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সহায়তার ব্যবস্থা করবো।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা তদন্তে সংস্থার পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিকাল পৌনে ৩টায় এই প্রতিবেদককে জানান, আজ উদ্ধার করা ৪৯ লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিন জন মারা গেছেন। সবমিলে ৫২ জনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।

এদিকে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কলকারখানা অধিদফতর থেকে গঠিত তিনটি তদন্ত কমিটিকে সার্বিকভাবে সহায়তা করবে র‌্যাব। এই তিন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
শেষ মুহূর্তে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র
একাকীত্বে ভুগছেন প্রবীণরা, ‘জেনারেশন গ্যাপে’ নতুন সমস্যা
একাকীত্বে ভুগছেন প্রবীণরা, ‘জেনারেশন গ্যাপে’ নতুন সমস্যা
ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা
ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা
পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
সর্বাধিক পঠিত
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি