X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিখোঁজ করোনা রোগীর লাশ মিললো হাসপাতালের পাশের ডোবায়

শরীয়তপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ১৭:২৬আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৭:৩৪

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজের পাঁচ দিন পর করোনাভাইরাস আক্রান্ত রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালের পূর্ব পাশের ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সোনামিয়া ফকির (৭০)। তিনি জাজিরা উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ওই ব্যক্তি নমুনা পরীক্ষা করলে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। করোনায় আক্রান্ত হলে ওইদিনই চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট (সোমবার) গভীর রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর হাসপাতালের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোনামিয়ার ছেলে আবদুর রহমান ফকির বলেন, ‘১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে হাসপাতালে দেখে আসি। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ তার লাশ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

তার অভিযোগ, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শামসুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, ‘তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু তখন পরিবার তার কোনও খবর নেয়নি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কী হয়েছিল জানা নেই।’

/এফআর/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে