X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রকল্প ও ভিজিডির কার্ডে নয়-ছয়, চেয়ারম্যান বরখাস্ত

শরীয়তপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১২:৩১আপডেট : ২২ আগস্ট ২০২১, ১২:৩৬

প্রকল্পের কাজ ও ভিজিডির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন এ তথ্য জানান।

এর আগে গত ১৮ আগস্ট জারি করা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের প্রকল্প গ্রহণের আগে কোনও সভা না করা, এলজিএসপি প্রকল্প গ্রহণকালে উপকারভোগীদের নিয়ে সভা করার বিধান থাকলেও তা না করা, প্রকল্পের কাজ আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা এবং ২০২১-২২ ভিজিডি চক্রে ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই পূর্বক অনুমোদিত ২৪০টি কার্ডের তালিকার বাইরে ১২৫টি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণ হয়েছে। ইউপি চেয়ারম্যানের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। 

এতে আরও বলা হয়, দেলোয়ার হোসেনের অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী তাকেকে স্থায়ী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে দেলোয়ার হোসেন জানান, ‘আমি এখনও কোনও বরখাস্তের কাগজ পাইনি। লোকমুখে শুনেছি আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে কেন বরখাস্ত করা হয়েছে তা জানি না।’

গোসাইরহাট ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ