X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জুনে পদ্মা সেতু চালু হলেই চলবে ট্রেন: রেলমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্দিষ্ট সময়েই পদ্মা সেতুর বিদ্যুৎ ও গ্যাসসহ রেলের কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু খুলে দেওয়া হবে আগামী বছরের জুনে। এ সময় মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শনে এসে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ভায়াডেক্ট-টু’তে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মন্ত্রী রিমোর্ট ক্রেন দিয়ে রেলের দেড়-কিলোমিটার এলাকা ঘুরে দেখেন।

রেলমন্ত্রী বলেন, ‌‘আমাদের আগামী মার্চ পর্যন্ত সময় লাগবে। সব কাজের পাশাপাশি রেলকেও যদি কাজ করার সুযোগ করে দেয়, তাহলে আমরাও কাজটা এগিয়ে নেবো। আজকে পদ্মা সেতুর ওপর দিয়ে দেড় কিলোমিটার রেল ভ্রমণ করেছি। আগামী জুন মাসে সড়কপথ খুলে দেওয়া হবে। তখন আমরা ট্রেনে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত সেতু পার হবো। এ পর্যন্ত রেল প্রস্তুত। শুধু সেতুর যে অংশে কাজ করার অনুমতি আমরা পাইনি সেটা বাকি। আশা করছি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেও যদি অনুমতি পাই, তাহলে আনুমানিক ছয় মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো।’

পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৭১ শতাংশ

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় সড়ককে অগ্রাধিকার দিয়ে থাকি। মূল সেতু হলো সড়ক। এর সঙ্গে রেল, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবা আছে। যারা টেকনিক্যাল ম্যান, তাদের সঙ্গে আমাদের সমন্বয়টা করা হচ্ছে। যদি কোনও কারণে আমরা একই দিনে রেল উদ্বোধন করতে না পারি, তাহলে বিকল্প চিন্তা রয়েছে। সেটা হলো, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পুরোটাই রেল অপারেট করবে। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ শতাংশ, আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৪০ শতাংশ। ইতোমধ্যে রেলের সবকটি পিয়ার স্থাপন করা হয়েছে। সব গার্ডারও স্থাপিত হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ডিজি ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও মেজর জেনারেল জাহিদুল প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
‘ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি, ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা’
২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা