X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভাতিজাকে নিয়ে স্ত্রীর প্রেমিককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৭:১০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়াবাজার এলাকায় অটোরিকশাচালক হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের বাগাতিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মো. আব্দুল মজিদ (৩৭) ও অংশগ্রহণকারী মো. মজজেম হোসেন (২৮)।

তানভীর পাশা জানান, ১৬ অক্টোবর অটোরিকশাচালক সুজন ফকিরের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে নিহতের ছেলে সজিব ফকির ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল মজিদের স্ত্রীর সঙ্গে নিহত সুজনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ কারণে সম্প্রতি মজিদ ও তার স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত ৫ অক্টোবর আব্দুল মজিদের স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুজির পর স্ত্রীকে না পেয়ে তার সন্দেহ হয়, সুজন ফকিরের হেফাজতে রয়েছে সে। তখন ভাতিজা মজজেমকে নিয়ে সুজনকে হত্যার পরিকল্পনা করেন মজিদ। 

পরিকল্পনা মতো মজজেমকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা বলেন মজিদ। মজজেম নাটোর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় তার খালাতো ভাই হাসানকে (২২) সঙ্গে নিয়ে আসেন। হত্যাকাণ্ডের আগের রাতে মজজেম ও হাসান নারায়ণগঞ্জে আসেন এবং ঘটনার দিন সকালে সুজনের এলাকায় যান। মজিদ মোবাইল ফোনে মজজেমের সঙ্গে দেখা করতে বলেন সুজনকে। দেখা করতে এলে কথা আছে বলে অটোরিকশাযোগে অন্যত্র রওনা দেন তারা। যাওয়ার পথে নয়াবাজার এলাকায় চলন্ত অটোরিকশায় মজজেম সামনে বসা সুজনের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান।

তানভীর পাশা আরও জানান, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী আরেক সদস্য হাসান আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী