X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ছেলে মুক্তিযুদ্ধে যাওয়ায় বাবাকে হত্যার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:২২

মানিকগঞ্জের সিংগাইরে একাত্তরে এক মুক্তিযোদ্ধার বাবাকে হত্যার অভিযোগে বরকত উল্লাহ (৮০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ২০(২) ধারায় মামলা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলামের আদালতে মামলাটি করেন নিহত আব্দুস সালাম মুন্সির ছোট ছেলে মোশারফ হোসেন খোকন। অভিযুক্ত বরকত উল্লাহ মানিকগঞ্জের সিংগাইরের কাংশা গ্রামের মৃত আবু বকর মুন্সীর ছেলে। বাদী পক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে আব্দুস সালাম মুন্সির বড় ছেলে মোস্তাহের বিল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তাকে হত্যার উদ্দেশে তাদের বাড়িতে ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তৎকালীন পাকিস্তানের দোসররা। কিন্তু কোথাও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে এবং মোস্তাহের বিল্লাহকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন অভিযুক্ত বরকত উল্লাহ, গোলাম আজম, আব্দুল মান্নান ও বাদশা ফকির। পরে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর বাবাকে ধরে নিয়ে সাভারের কর্নপাড়া খালের পাশে বেয়নট দিয়ে খুঁচিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয় বরকত উল্লাহ।

মামলার বাদী মোশারফ হোসেন খোকন বলেন, ‘অভিযুক্ত বরকত উল্লাহর ছেলে স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে বিচার চাইতে পারিনি। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে জানতে পারি, মানিকগঞ্জে বাবার হত্যার বিচার পাওয়া যাবে। তাই দীর্ঘদিন পর বাবার বিচারের জন্য আদালতে অভিযোগ দায়ের করলাম। আমি শুধু আমার বাবার হত্যার বিচার চাই।’

মামলার আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসাইন খান জানান, আব্দুস সালাম মুন্সি হত্যাকাণ্ডে চার জন জড়িত ছিল। কিন্তু তিন জন মারা গেলেও বরকত উল্লাহ জীবিত আছেন বিধায় তার বিরুদ্ধে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করা হয়েছে। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়েছেন এবং এটি নথিভুক্ত করে সিংগাইর থানা পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক