X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রিট করে প্রার্থিতা পাওয়া ‘বিদ্রোহী রাজা’ হলেন চেয়ারম্যান  

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৯ নভেম্বর ২০২১, ১৪:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:৩৬

হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়া মানিকগঞ্জের দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রাজা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান রাজা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তবে দলের বিপক্ষে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশ মাথায় নিয়ে তিনি ভোট পেয়েছেন আট হাজার ৮৯৯ ভোট। নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আ. মতিন পেয়েছেন দুই হাজার ৬৮৮ ভোট। রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাজা ছয় হাজার ২১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীর মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। এর প্রেক্ষিতে পরের দিন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে রাজাকে প্রতীক বরাদ্দের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রতীক বরাদ্দে আবেদন করেন। পরে তাকে মোটরসাইকেল প্রতীক দেওয়া হয়।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার দিঘীসহ ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

বড় ব্যবধানে জয়ের পর আখতার উদ্দিন আহমেদ রাজা বাংলা ট্রিবিউনকে বলেন, জনগণ ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন। তাদের সমস্ত অধিকার প্রতিষ্আয় কাজ করবো।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক