গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ ভাড়া দেবেন। আর রাজধানীর শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবেন। এটা কেমন করে হয়। এক দেশে দুই নিয়ম হবে কেন? তা ছাড়া ঢাকার বাইরের শিক্ষার্থীদের অধিকাংশ পরিবার অসচ্ছল। সবার আগে তাদের হাফ ভাড়ার আওতায় আনতে হবে।’
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের অবরোধের সময় ওই মহাসড়কের ময়মনসিংহমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত শিক্ষার্থীদের বুঝিয়ে বলে, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।