X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মা ও তিন সন্তান নিখোঁজ, নদী পাড়ে স্বজনদের আহাজারি

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
০৫ জানুয়ারি ২০২২, ২০:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২০:৫৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ে ও ছেলেসহ এক পরিবারের চার জন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধান চেয়ে ধলেশ্বরী নদীর পাড়ে আহাজারি করছেন স্বজনরা।

বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। তারা হলেন- মা জিয়াসমিন আক্তার (৩৩), মেয়ে তাসমিম আক্তার (১৫), ছেলে তামিম খান (৮) ও মেয়ে তাসফিয়া (১৪ মাস)। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত স্বজনদের সন্ধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। জিয়াসমিন আক্তার ফতুল্লার বক্তাবলীর সোহেল রানার স্ত্রী।

স্বজনরা জানান, ফতুল্লায় বক্তাবলী থেকে নদী পার হয়ে সন্তানদের নিয়ে পঞ্চপটিতে ভাই বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিলেন জিয়াসসিন। বুধবার সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে জিয়াসমিন ও তার তিন সন্তান নিখোঁজ হয়। পাশাপাশি ট্রলারসহ আরও ছয় যাত্রী নিখোঁজ রয়েছেন। এখনও কারও সন্ধান মেলেনি।

জিয়াসমিনের ভাই বিল্লাল হোসেন বলেন, সকাল সাড়ে ৮টায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রাত ৮টা বাজলেও ট্রলারটি শনাক্ত কিংবা নিখোঁজদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। উদ্ধারকারী দল ব্যর্থ। আমি আমার স্বজনদের সন্ধান চাই।

আরও পড়ুন: ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

পারিবারিক সূত্রে জানা যায়, জিয়াসমিনের স্বামী সোহেল রানা কুড়িগ্রামে তাবলিগ জামাতে আছেন। দুর্ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জে রওনা হয়েছেন তিনি।

লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ে ও ছেলেসহ এক পরিবারের চার জন নিখোঁজ

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশায় ট্রলারচালক স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অভিযান শুরু করেন। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। এমনকি ডুবে যাওয়া ট্রলারের অবস্থানও শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: আট ঘণ্টা পরও খোঁজ মেলেনি ট্রলারসহ ১০ যাত্রীর

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, ট্রলারটিতে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে লঞ্চটি ট্রলারটিকে প্রায় ৪০-৫০ গজ দূরে নিয়ে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও প্রায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে পদ্মা নদী থেকে ৩ জনের লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠলো কিশোরের লাশ
ইলিয়াস আলীসহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে, অভিযোগ রিজভীর
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা