X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চার দিনেও সন্ধান মেলেনি ১০ নিখোঁজের, স্বজনদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২০:০২আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০:০২

দুর্ঘটনার চার দিনেও নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজ ১০ যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ জন্য নদীর তীরে অবস্থান নেওয়া স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষায় থাকা স্বজনরা ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

শনিবার সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার চার দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ চারটি সংস্থা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস বলেন, ‘ধলেশ্বরী নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে আমাদের জোর প্রচেষ্টা চলছে। এখনও ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।’

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনার মামলায় গ্রেফতার লঞ্চের মাস্টারসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছিল। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন আলমের আদালত আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরীতে এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৩০ যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ১০ জন। এ ঘটনায় ওইদিন রাতে নৌ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন– এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লা।

 

/এমএএ/
সম্পর্কিত
মেঘনায় ট্রলারডুবি: পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার, পুলিশ সদস্যসহ নিখোঁজ ২
মেঘনায় ট্রলারডুবি, এক পুলিশ সদস্যসহ নিখোঁজ ৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে