X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিক্ষিকাকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রাজবাড়ী সংবাদদাতা
০৮ জানুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:১৫

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নারুয়া ইউয়িনের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম একেএম মাহবুবুল হক।

ওই শিক্ষিকা অভিযোগ করে জানান, সকালে তিনি সাবেক প্রধান শিক্ষক মুকুল কুমার সাহার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে বেলা ১১টার দিকে বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি চান। কিন্তু প্রধান শিক্ষক তাকে বেলা ১টায় যেতে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে গালিগালাজের একপর্যায়ে মাহবুবুল হক পা থেকে জুতা খুলে তাকে আঘাত করেন। এতে তিনি মুখে ও নাকে আঘাত পান। এরপর তাকে চুল টেনে মাটিতে শুইয়ে ফেলেন প্রধান শিক্ষক।

এ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই শিক্ষিকার স্বামী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘স্কুলে সময়মতো আসা ও ছুটি নিয়ে আমাদের মধ্যে একটু উচ্চস্বরে কথা হয়েছিল। সেই মুহূর্তে আমি পা থেকে জুতা খুলেছিলাম। আর কিছু হয়নি। পরে আমাদের সহকারী শিক্ষকরা ও শিক্ষক নেতারা এসে সমাধান করে দিয়েছেন।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। খবর পেয়ে এসেছি। সে সময় শিক্ষিকাকে জুতা দিয়ে আঘাত করাসহ চুল ধরে মাটিতে শুইয়ে ফেলার অভিযোগ পেয়েছি।   শুনেছি প্রধান শিক্ষক এর আগেও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।’

বাংলাদেশ শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়টি জানতে পেরে সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি নিজেদের মধ্যে আপস করে নিতে বলেছি।’

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি জেনেছি। ভুক্তভোগী শিক্ষিকাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
শিগগিরই প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি আবেদন শুরু
আগামী রমজানে ছুটি আরও কমতে পারে
স্কুল খোলা থাকছে কতদিন, ডাবল শিফট চলবে কীভাবে?
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো