X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

আসামিরা পলাতক, ক্ষোভে বাড়িঘর গুড়িয়ে দিলো বাদীপক্ষ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:৩৪

পূর্বশত্রুতার জেরে একটি হত্যাকাণ্ডের রেশ ধরে বিবাদীদের প্রায় সাতটি পরিবারের বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করেছে বাদীপক্ষ। পাশপাশি ভেকু দিয়ে ১২-১৩টি টিনসেড বিল্ডিং, দোতলা বাড়ি, একটি রাইস মিল, গরুর খামার ভেঙে খনন করা হয়েছে পুকুর। বসতভিটার মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে ইটভাটায়। এতে করে গৃহহীন হয়ে পড়েছে সাতটি পরিবারের শিশু-বৃদ্ধসহ প্রায় অর্ধশত মানুষ।

এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বছরের ২৬ জুলাই পূর্বদাগী গ্রামের জাহাঙ্গীর আলম নামের একজনকে হত্যা করে দুবৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই আজহারুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় ২৩ জনকে আসামি করে মামলা করেন।

আসামিদের মধ্যে নারী-পুরুষসহ অনেককে পুলিশ আটক করে এবং জেলহাজতেও পাঠানো হয়। বাকিরা পলাতক থাকায় বাদী পক্ষ তাদের বাড়িঘরে লুটপাট-ভাঙচুর চালায়। লুটপাটের সময় বাড়িতে থাকা আসবাব, মিলের ৩টি গুদামে থাকা ধান-চাল, খামারের ২৬টি গরুসহ মোট ৩৪টি গরু লুট করে নেয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতিতেই লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দোতলা বাড়ি ভেঙে খনন করা হচ্ছে পুকুর।

এ বিষয়ে মামলার বাদী আজহারুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে তার ভাই রাসেল জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর উত্তেজিত জনতা এসব ঘটিয়ে থাকতে পারে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মাইনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর মামলার বাদীপক্ষের লোকজনসহ উত্তেজিত জনতা এসব ঘটিয়েছে।

জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদের কাছে বিবাদীদের বসতভিটা ভেকু দিয়ে খনন করা হচ্ছে কেন জানতে চাইলে, তিনি তাৎক্ষনিক ওসিকে ফোন দিয়ে ঘটনাস্থল থেকে ভেকু ও ট্রাক্টর আটকের নির্দেশ দেন।

 

 

/এফএ/
সম্পর্কিত
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ 
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ 
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ 
রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ 
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
© 2022 Bangla Tribune