X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি

মো. রফিকুল ইসলাম, মাদারীপুর
২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৯

খরচের দ্বিগুণ লাভ হওয়ায় হাইব্রিড জাতের বাহুবলী টমেটো চাষে ঝুঁকছেন মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় উপজেলায় দিন দিন বাড়ছে টমেটোর চাষ।
সাধারণত বাহুবলী জাতের টমেটো গাছ লাগানোর ২-৩ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। চার-পাঁচ মাস পর্যন্ত  ফলন পাওয়া যায়। সেই সঙ্গে কম খরচে দ্বিগুণ আয় হয়।

শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের কৃষক মো. লুৎফর রহমান হাইব্রিড বাহুবলী টমেটো চাষ করে এখন স্বাবলম্বী। তাকে দেখে এই গ্রামের অনেক কৃষক এই জাতের টমেটো চাষে আগ্রহী।

লুৎফর রহমান বলেন, একসময় বাপ-দাদার সঙ্গে কৃষিকাজ করতাম। পরে ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি দিই। কিন্তু ভাগ্য বদল হয়নি। সাত বছর বিদেশে থেকে দেশে আসি। দীর্ঘদিন দেশে থেকে বিদেশে যাওয়ার চিন্তা বাদ দিয়ে আবারও কৃষিকাজ শুরুর পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী ধান ও অন্যান্য সবজির চাষ করে ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হয়ে পড়ি। এরপর উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যাই। কৃষি কর্মকর্তারা উচ্চ ফলনশীল ফসল চাষের পরামর্শ দেন। একই সঙ্গে প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ করতে বলেন। তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষাবাদ করি।

 এখানে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা নিয়মিত ফসলের খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এবার  টমেটো চাষাবাদ করে সফল হয়েছি। অন্যান্য ফসলের তুলনায় এই জাতের টমেটো উৎপাদন হয় বেশি। তবে খরচ কম। বলা যায় কম খরচে দ্বিগুণ লাভ।

লুৎফর রহমান আরও বলেন, এ বছর দেড় একর জমিতে আগাম জাতের বাহুবলী টমেটো বীজ রোপণ করেছি। জমি চাষ, বীজ রোপণ, সার ও কীটনাশকসহ মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। প্রতি মণ টমেটো শীতের শুরুতে পাইকারিতে ২৮০০ টাকা বিক্রি করেছি। তবে এখন দাম কমেছে। বর্তমানে মণ ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি। এ পর্যন্ত টমেটো বিক্রি করে খরচ বাদে দেড় লক্ষাধিক টাকা লাভ হয়েছে আমার। গাছে আরও টমেটো আছে। আরও লাভ হবে।

তিনি বলেন, আগামীতে আরও বেশি জমিতে বাহুবলী টমেটো চাষ করবো। এই টমেটো ক্ষেতে সার, ওষুধ বেশি দিতে হয় না। পোকা দমনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে ওষুধ এবং পরামর্শ পেয়েছি।

একই এলাকার কৃষক মো. মিন্টু বলেন, আমার প্রতিবেশী লুৎফর রহমান হাইব্রিড জাতের টমেটো চাষ করে লাভবান হয়েছেন। আগামীতে আমিও এই জাতের টমেটো চাষ করবো।

শিবচর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার এবার ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর টমেটো চাষ হয়েছিল ৩৫ হেক্টর জমিতে। টমেটোর পাশাপাশি স্থানীয় চাষিরা ফুলকপি, বাঁধাকপি, শিম ও তরমুজসহ নানা ধরনের সবজি চাষ করেছেন।

 সন্যাসীরচর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। গত বছর কৃষক লুৎফর রহমান পরীক্ষামূলকভাবে বাহুবলী হাইব্রিড টমেটো চাষ করেন। আর পরীক্ষামূলক সফলতা পেয়ে এ বছর তিনি দেড় একর জমিতে এই জাতের টমেটো চাষ করেন। তাকে দেখে অনেক কৃষক বাহুবলী হাইব্রিড টমেটো চাষ করার জন্য আগ্রহী। আগামীতে আরও বেশি জমিতে কৃষকরা যাতে এই জাতের টমেটো চাষ করতে পারেন সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা করবো।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, টমেটো চাষে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে প্রণোদনাও। টমেটোকে রোগ বালাই থেকে রক্ষার জন্য মাঠপর্যায়ে আমরা খোঁজখবর রাখছি। বাহুবলী জাতের টমোটো চাষে ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে বাহুবলী টমেটোর আবাদ আরও বাড়বে বলে আশা করছি।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার