X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‌‘একটু পর পর ১০ ফুট করে টানছি, পার হমু কখন জানি না’

রাজবাড়ী প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:১২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:১২

‌‘যতদিন দৌলতদিয়া ঘাট দিয়ে ট্রাক নিয়ে পার হয়েছি, ততদিনই বিড়ম্বনায় পড়েছি। আমাদের জীবনের কোনও মূল্য নেই। সিরিয়ালে আটকে থেকে না পারি খাইতে, না পারি ঘুমাইতে। কিছুক্ষণ পর পর ১০-২০ ফুট করে গাড়ি টানতে হয়। জানি না কখন ভোগান্তি শেষ হবে, আর কখন পার হমু।’

কথাগুলো বলছিলেন যশোরের বেনাপোল বন্দর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসা টঙ্গিগামী কাভার্ডভ্যান চালক সেকেন্দার আলী।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও ঘাট স্বল্পতার কারণে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। এতে করে দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় থেকে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক। সেকেন্দার আলীর মতো এমন সাত শতাধিক চালককে ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালক ও যাত্রীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভোগান্তিতে চালক ও যাত্রীরা

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। শত শত যানবাহন ফেরির জন্য দীর্ঘ লাইনে আটকে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি দিয়ে নিয়মিত যানবাহন পারাপার করা হয়। এর মধ্যে রো রো ১১টি, ইউটিলিটি ৬টি, টানা (ডাম্প) ২টি ও কেটাইপ ১টি ফেরি চলাচল করছে। 

ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ। ৫ ও ৭ নম্বর ফেরিঘাটে পন্টুনের র‍্যামের সঙ্গে সংযোগ সড়কের উচ্চতা বেশি হওয়ার ফেরি লোড ও আনলোডের অতিরিক্ত সময় লাগছে। গত ২৪ ঘণ্টায় ২১৯টি ফেরির ট্রিপ দৌলতদিয়া থেকে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। এর মধ্যে যাত্রীবাহী ৬৬১টি, ট্রাক ১৩৮০টি, ছোট যানবাহন ১৭৪৪টি। মোট ৩ হাজার ৭৮৫টি যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে পার হয়ে পাটুরিয়া গেছে।

ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে

ফরিদপুরের মধুখালী থেকে আসা ট্রাকচালক সুমন বলেন, ‘আজ রাত ১২টায় গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে ছিলাম। ভোরে মোড় থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে আসি। এরপর আবার সিরিয়াল! ফেরিতে কখন উঠতে পারবো জানি না।’

রয়েল পরিবহনের যাত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই ঘণ্টা ধরে সিরিয়ালে আটকে আছি। সঙ্গে পরিবারের লোক থাকায় বাস থেকে নেমেও যেতে পারছি না। তীব্র গরমে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক। যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলছে। পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকায় ঘাটে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে বিকালের মধ্যেই চাপ কমে আসবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি