X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‌‘একটু পর পর ১০ ফুট করে টানছি, পার হমু কখন জানি না’

রাজবাড়ী প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৭:১২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭:১২

‌‘যতদিন দৌলতদিয়া ঘাট দিয়ে ট্রাক নিয়ে পার হয়েছি, ততদিনই বিড়ম্বনায় পড়েছি। আমাদের জীবনের কোনও মূল্য নেই। সিরিয়ালে আটকে থেকে না পারি খাইতে, না পারি ঘুমাইতে। কিছুক্ষণ পর পর ১০-২০ ফুট করে গাড়ি টানতে হয়। জানি না কখন ভোগান্তি শেষ হবে, আর কখন পার হমু।’

কথাগুলো বলছিলেন যশোরের বেনাপোল বন্দর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসা টঙ্গিগামী কাভার্ডভ্যান চালক সেকেন্দার আলী।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও ঘাট স্বল্পতার কারণে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। এতে করে দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় থেকে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক। সেকেন্দার আলীর মতো এমন সাত শতাধিক চালককে ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালক ও যাত্রীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভোগান্তিতে চালক ও যাত্রীরা

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। শত শত যানবাহন ফেরির জন্য দীর্ঘ লাইনে আটকে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি দিয়ে নিয়মিত যানবাহন পারাপার করা হয়। এর মধ্যে রো রো ১১টি, ইউটিলিটি ৬টি, টানা (ডাম্প) ২টি ও কেটাইপ ১টি ফেরি চলাচল করছে। 

ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ। ৫ ও ৭ নম্বর ফেরিঘাটে পন্টুনের র‍্যামের সঙ্গে সংযোগ সড়কের উচ্চতা বেশি হওয়ার ফেরি লোড ও আনলোডের অতিরিক্ত সময় লাগছে। গত ২৪ ঘণ্টায় ২১৯টি ফেরির ট্রিপ দৌলতদিয়া থেকে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। এর মধ্যে যাত্রীবাহী ৬৬১টি, ট্রাক ১৩৮০টি, ছোট যানবাহন ১৭৪৪টি। মোট ৩ হাজার ৭৮৫টি যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে পার হয়ে পাটুরিয়া গেছে।

ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে

ফরিদপুরের মধুখালী থেকে আসা ট্রাকচালক সুমন বলেন, ‘আজ রাত ১২টায় গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে ছিলাম। ভোরে মোড় থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে আসি। এরপর আবার সিরিয়াল! ফেরিতে কখন উঠতে পারবো জানি না।’

রয়েল পরিবহনের যাত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই ঘণ্টা ধরে সিরিয়ালে আটকে আছি। সঙ্গে পরিবারের লোক থাকায় বাস থেকে নেমেও যেতে পারছি না। তীব্র গরমে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক। যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলছে। পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকায় ঘাটে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে বিকালের মধ্যেই চাপ কমে আসবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম