X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘প্রথমবারের মতো বাংলাদেশে নির্মাণ হচ্ছে ক্রুজ জাহাজ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৯ মার্চ ২০২২, ২২:০৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২:২৫

বাংলাদেশে প্রথমবারের মতো ক্রুজ ভেসেল (জাহাজ) তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্যাসেঞ্জার ভেসেল, ক্রুজ ভেসেল তৈরি করছি। বাংলাদেশে কখনও ক্রুজ ভেসেল ছিল না। এই প্রথমবারের মতো তিনটি ক্রুজ ভেসেল বিআইডব্লিউটিসি কর্ণফুলী শিপ বিল্ডার্সের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। যেটা বাংলাদেশের বিরাট একটা অর্জন হতে যাচ্ছে।’

মঙ্গলবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডে বিআইডব্লিউটিএ’র জন‍্য চারটি ‘কাটার সাকশান ড্রেজার’ এবং মোংলা বন্দরের জন‍্য একটি ‘বয়া লেয়িং জাহাজ’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-কলকাতায় ক্রুজ চালু করেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেটা একটা লঞ্চ দিয়ে আমাদের চালু করতে হয়েছে। আমাদের কোনও ক্রুজ ছিল না। আমরা সেটা অর্জন করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আমরা বাংলাদেশে সব ধরনের নৌযান তৈরি করতে সামর্থ্য অর্জন করেছি। এ কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডে আমরা অনেক জাহাজ দেখলাম। এখানে ২৮ ইঞ্চি ড্রেজার শুধু একটি নয়, এটি শুধু একটি শিপইয়ার্ডে হচ্ছে। এরকম অসংখ্য শিপইয়ার্ড আছে। যেই শিপইয়ার্ডগুলোতে বাংলাদেশ সরকার সরকারিভাবে এ ধরনের ড্রেজার সংগ্রহ করছে। ২৮, ২৬, ২৪, ২০ ইঞ্চিসহ মোট ৩৫টি ড্রেজার আমাদের প্রকল্পের মধ্যে আছে। এখানে ৩৫টি জলযান প্রকল্প বিআইডব্লিউটিসির আছে।’

খালিদ মাহমুদ বলেন, ‘আমরা জানি জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। যেই জিনিস আমরা ১০০ টাকায় কিনেছি, আন্তর্জাতিক বাজারে সেই জিনিসের দাম ৩০০ টাকা হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের উৎপাদন, উন্নয়ন কাজ কোনও জায়গায় বন্ধ হয়নি। এটা সম্ভব হয়েছে শুধু আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে বলে।’

তিনি আরও বলেন, ‘গত পরশু দিন ইউরোপ থেকে এসেছি। বেলজিয়াম, ফ্রান্স, লন্ডন গিয়েছিলাম। আমরা সেখানে দ্রব্যমূল্য দেখেছি। আজকে দ্রব্যমূল্যের জন্য বাংলাদেশে হরতাল হচ্ছে। সয়াবিন তেল, ডাল বা চালের জন্য। ইউরোপে দেখে এলাম এক কেজি খাওয়ার চাল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, এক লিটার ডিজেলের দাম ২২০ টাকা এবং এক লিটার সয়াবিন তেলের দাম ফ্রান্সের মার্কেটে ৩০০ টাকার ওপরে।’ 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা সই
নৌ পরিবহন অধিদফতরের নতুন ডিজি শফিউল বারী
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ