X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, বাসায় ডেকে অ্যাসিড নিক্ষেপ

ফরিদপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৭:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯:০১

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগে বন্ধুকে বাসায় ডেকে অ্যাসিড নিক্ষেপ করেছেন অপর বন্ধু। এতে ঝলসে গেছে বন্ধুর নাক, চোখ ও মুখমণ্ডল।

শনিবার (৩ এপ্রিল) রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অ্যাসিডে দগ্ধ রানা সেখ (৩৫) ফরিদপুর পৌর শহরের মধ্য আলীপুরের মো. রব সেখের ছেলে। অভিযুক্ত রিপন পৌর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। গুরুতর অবস্থায় রানাকে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

তবে রবিবার (৩ এপ্রিল) দুপুরে অ্যাসিডে ঝলসানো মুখ নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন রানা। হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডা. রতন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

রতন সাহা বলেন, অ্যাসিডে রানার নাক, চোখ ও মুখমণ্ডল ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফাইলপত্র নিয়ে হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে গেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে বন্ধু রানাকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে আনেন রিপন। এরপর অ্যাসিড ছুড়ে মারেন। পরে রানাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এম এ জলিল বলেন, রানা ও রিপন বন্ধু। দুজনই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগেও দুজনে একসঙ্গে জেলা কারাগারে ছিল। রানা আগে জামিন পায়। এ সুযোগে রিপনের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপন জেল থেকে জামিনে এসে স্ত্রীর সঙ্গে বন্ধু রানার প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এর জের ধরে রানাকে ডেকে এনে মুখমণ্ডলে অ্যাসিড ছুড়ে মারে সে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা তার বন্ধুর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
কিংস ও বিকেএসপির খেলোয়াড় ছাড়া ভারতের সাফে যাচ্ছে বাংলাদেশ! 
কিংস ও বিকেএসপির খেলোয়াড় ছাড়া ভারতের সাফে যাচ্ছে বাংলাদেশ! 
ড্রাগ টেস্টে পজিটিভ রাবাদা
ড্রাগ টেস্টে পজিটিভ রাবাদা
‘কাতারের আমিরের দেওয়া বিমানে দেশে ফিরছেন খালেদা জিয়া’
‘কাতারের আমিরের দেওয়া বিমানে দেশে ফিরছেন খালেদা জিয়া’
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার