X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন ঘোষণা দিলো গ্যাভি’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ২০:৩২আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২০:৪০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট 'গ্যাভি' টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে। দেশে টিকার কোনও অভাব নেই, যারা এখনও নেননি নিয়ে নেবেন।’

শুক্রবার (৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। সারা দেশে করোনায় আক্রান্তও খুব একটা নেই। বর্তমানে সারা দেশে দৈনিক ৫০ থেকে ৬০ জন মানুষ আক্রান্ত হচ্ছে। এতে দেশে করোনার প্রভাব নেই বললে চলে। এখন পর্যন্ত ২৫ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। মোট জনগণের ৭৫ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’ যারা এখনও বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মানিকগঞ্জ জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, ‘বাজারে খাদ্যের দাম কিছুটা বেড়েছে। বাজারে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। কোভিড নিয়ন্ত্রণে আছে। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনৈতিক অবস্থা ভালো ও সচল আছে। এ জন্য আমরা ধর্মকর্মও করতে পারছি। ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে। সরকার কোভিড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘বাংলাদেশে এখনও  শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি। চলাফেরার কোনও দুরবস্থা নেই। সরকার পতনের অবস্থাও বাংলাদেশে হয়নি।’

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ