X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

মাদারীপুর প্রতিনিধি
০৫ মে ২০২২, ১৭:০৫আপডেট : ০৫ মে ২০২২, ১৭:০৫

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। বৃহস্পতিবার (০৫ মে) সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার লঞ্চ, স্পিডবোট ও ফেরিঘাটে যাত্রী ও গাড়ির অতিরিক্ত চাপ দেখা গেছে। 

অপরদিকে, ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী ফিরছেন বাড়িতে। এতে বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বাংলাবাজার ফেরিঘাটে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বাস, মাহিন্দ্র, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক ও মোটরসাইকেলে বাংলাবাজার ঘাটে আসছেন যাত্রীরা। শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি ও লঞ্চে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন তারা।

বাংলাবাজার লঞ্চ, স্পিডবোট ও ফেরিঘাটে যাত্রী ও গাড়ির অতিরিক্ত চাপ দেখা গেছে

ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো রো সুফিয়া কামাল, বেগম রোকেয়া ও রো রো ফেরি এনায়েতপুরী চলাচল করছে। দুটি ড্যাম্প ফেরিসহ চারটি শুধু দিনের বেলা চলাচল করছে।

এদিকে, ফেরি কম থাকায় যানবাহনগুলোকে সিরিয়ালে পার হতে হচ্ছে। কোনও কোনও ঘাট থেকে তিন ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন অনেক প্রাইভেটকার চালক ও সাধারণ যাত্রীরা।

পটুয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেটকারের চালক মো. মহিউদ্দিন বলেন, সকাল ৯টায় ঘাটে এসেছি। এখন দুপুর ১টা বাজে সিরিয়াল পেয়েছি। দেখি কখন পার হতে পারি। তিন-চার ঘণ্টা রোদে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছি।

বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘ঈদের ছুটি শেষে যাত্রীরা কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল। বিকালে কিছুটা কমেছে। দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রতিটি লঞ্চে ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী তুলে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছাড়া হচ্ছে। যাত্রী চাপ সামলাতে আনসার ও পুলিশ কাজ করেছে।’

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ফেরিতে যানবাহনের চাপ বেড়েছে। প্রতিটি ফেরিতে মোটরসাইকেল বেশি। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।’

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি