X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর

নরসিংদী প্রতিনিধি
২০ মে ২০২২, ১৬:০২আপডেট : ২০ মে ২০২২, ১৬:৫৫

ঢাকা যাওয়ার পথে আধুুনিক পোশাক পরায় এক তরুণীকে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মে) নরসিংদী রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে ঘটনার দুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। 

জানা যায়, আধুনিক পোশাক পরার কারণে ভুক্তভোগী তরুণীর সঙ্গে এক নারী যাত্রী বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তরুণী ও তার দুই বন্ধু অন্য যাত্রীদের হামলার শিকার হন। পরে তারা স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন।

স্টেশন মাস্টার নাইয়ুম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার সময় আমি নিজ রুমে কাজে ব্যস্ত ছিলাম। সে সময় স্টেশনে হইচই শুনে দরজায় গিয়ে দেখি হামলার শিকার ওই তরুণী ও তার সঙ্গী আরও দুই তরুণ দৌড়ে আমার রুমের দিকে আসছে। পরে তাদের আমার ‍রুমে আশ্রয় দেই। খবর দিলে তাৎক্ষণিকভাবে জিআরপির লোকজন এসে তাদের ঢাকাগামী মেইল ট্রেনে উঠিয়ে দেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ‘ভুক্তভোগী তরুণী ও তার সঙ্গে থাকা তরুণদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তারা চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন। নরসিংদী রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন তারা। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণীকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন। মারধরকারীদেরও নাম-ঠিকানা জানা যায়নি। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাদের ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছে।’

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!