X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘এসআইয়ের ওপর জুতা নিক্ষেপে জড়িত কিশোর গ্যাং’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২২, ২১:৪৬আপডেট : ১২ জুন ২০২২, ২১:৪৬

নারায়ণগঞ্জের একটি মসজিদে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ ও মারধরের ঘটনায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যসহ অনিয়মিত মুসল্লিদের একটি অংশ জড়িত বলে দাবি করেছে পুলিশ। ওইদিন মসজিদের নিয়মিত মুসল্লিরা ওই কর্মকর্তাকে রক্ষা করেন বলে জানিয়েছে পুলিশ। ভিডিও দেখে হামলায় জড়িতদের মামলার আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান।

ওসি বলেন, ‘হামলা যারা করেছে তারা নিয়মিত মুসল্লি নন। এছাড়া মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা এর সঙ্গে জড়িত। বিভিন্ন ভিডিও দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব জানতে পেরেছি। আর নিয়মিত মুসল্লিরা উল্টো ওইদিন পুলিশ কর্মকর্তাকে সেভ করেছেন।’

মসজিদে এসআইয়ের ওপর জুতা নিক্ষেপ-মারধর

শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার আদমজী জামে মসজিদে জুমার নামাজের সময় এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এসময় মারধরে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা জানান, নামাজের আগে ইমাম মুসল্লিদের উদ্দেশে খুতবার আলোকে নিয়মিত বক্তব্য দিচ্ছিলেন। এ সময় এসআই সৈয়দ আজিজুল হক মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্যে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুসল্লিরা জুতা নিক্ষেপের পাশাপাশি তাকে মারধর করেন। এ সময় এসআইকে রক্ষা করতে এগিয়ে আসেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন এবং মসজিদ কমিটির সভাপতি হাকীম মোহাম্মদ জয়নুল আবেদীনসহ অনেকে। উত্তেজিত মুসল্লিরা তাদের ওপরও হামলা চালায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার একদিন পরে শনিবার (১১ জুন) পুলিশের এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, ‘মামলায় ৫০ জন নামীয় ও অজ্ঞাত ১২০ থেকে ১২৫ জনকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের। তদন্তে বাকিদের নাম বেরিয়ে আসবে।’

মসজিদে এসআইয়ের ওপর জুতা নিক্ষেপ-মারধরের ঘটনায় মামলা

হামলার নেপথ্যে আরেকটি কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘বিহারী ক্যাম্পের পাশে একটি মাঠে মাদক বিক্রি হতো। আমাদের ওসি ও এসআই আজিজুল হক বেশ কিছুদিন আগে মাঠ পরিষ্কার করে খেলাধুলার উপযুক্ত করে দিয়েছেন। এছাড়াও সেখানে বেশ কিছুদিন মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছিল। এসবের পরিপ্রেক্ষিতে ওইদিন তার ওপরে হামলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে।’

তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওসি মসিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

/টিটি/

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে