X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার করছে কারা?

মইনুল হক মৃধা, রাজবাড়ী
১৪ জুন ২০২২, ১৮:০৫আপডেট : ১৪ জুন ২০২২, ১৮:০৭

পদ্মা নদীর মাঝখানে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে অবাধে মাছ শিকার চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সী বাজার ও সদর উপজেলার চর বরাট এলাকায় এভাবে দীর্ঘদিন ধরে মাছ শিকার করছে একটি চক্র। অভিযান চালিয়ে অপসারণের পর আবারও বেড়া দেওয়া হয়েছে। এতে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে।

সোমবার (১৩ জুন) সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় এবং সদর উপজেলার চর বরাট এলাকায় পদ্মা নদীজুড়ে বিশাল আকারের বেড়া দেওয়া রয়েছে। সহস্রাধিক বাঁশের সঙ্গে কাঁথা ও ঘন সুতি জাল পাতা হয়েছে। বেড়ার বিভিন্ন স্থানে জাল দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করেছে তারা। চলার পথে বেড়ায় বাধাপ্রাপ্ত হয়ে জালের ওই ফাঁদে আটকা পড়ে মাছ। শুধু বড় আকারের মাছ নয়, ছোট পোনা মাছও আটকা পড়ছে। এছাড়া বিভিন্ন ধরনের জলজ প্রাণীও আটকা পড়ছে।

অন্তর মোড়ের চরা বরাট এলাকায় স্থাপিত বেড়ার কাছে পাহারায় নিয়োজিত এক শ্রমিককে জাল পরিষ্কার করতে দেখা যায়। পরিচয় জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে জাল পরিষ্কার করতে থাকেন তিনি। কেমন মাছ আটকা পড়ছে জানতে চাইলে বলেন, ‘মাছ তেমন পাওয়া যাচ্ছে না। কয়েকদিন তো মাছই পাইনি। দুই-চার দিন ধরে আবার পাওয়া যাচ্ছে।’

কারা বেড়া দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন, সঙ্গে পাবনার জেলেরা রয়েছে। ভোরে জাল থেকে মাছ ছাড়িয়ে বিক্রির জন্য মানিকগঞ্জের আরিচা ঘাটে নেওয়া হয়।’

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় বারেক মোল্লা, ছালাম, রাজবাড়ী সদর বরাটের দুলাল কাজী এবং পাবনার নৈদা হালদার ও নগরবাড়ি এলাকার দুখু হালদারসহ কয়েকজন বাঁশের বেড়া দিয়েছেন। দুটি বেড়ায় দেড় হাজারের বেশি বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। এছাড়া লক্ষাধিক টাকার জাল কেনা হয়েছে। আড়াআড়ি করে বেড়া দেওয়ায় নৌকা চলাচলে ব্যাঘাত ঘটছে।

চর বরাট এলাকার শাহজাহান শেখ বলেন, ‘নদীর এক পাড় থেকে আরেক পাড় পর্যন্ত আড়াআড়িভাবে বেড়া দেওয়া হয়েছে। একে তো বেড়া দিয়ে সব ধরনের মাছ শিকার করা অন্যায়, তার ওপর নৌকা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে আরও বড় অন্যায় করা হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই।’

মুন্সী বাজার এলাকার বারেক মণ্ডল বলেন, ‘দিন দিন নদীর মাছ কমে যাচ্ছে। তার ওপর বেড়ার সঙ্গে ঘন সুতি জাল দিয়ে মাছ শিকার করায় পোনা-ডিম পর্যন্ত আটকা পড়ছে। এতে আমরা নিজেদেরই ক্ষতি ডেকে আনছি।’

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ‘নদীতে আড়াআড়িভাবে বেড়া দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড ও জরিমানা, সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা করার বিধান রয়েছে। কিছুদিন আগে নদীতে দুটি বেড়া থাকার খবর পেয়ে আমরা এবং সদর উপজেলা যৌথভাবে অভিযান চালিয়ে অপসারণ করি। নতুন করে বেড়া দেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
পদ্মায় ফেরিডুবির পাঁচ দিন পর মিললো ইঞ্জিন মাস্টারের মরদেহ
ফেরি ডোবার সময় সবাইকে যিনি সজাগ করেছেন তিনিই তীরে ফিরতে পারেননি
বাল্কহেডের ধাক্কা নাকি তলা ফেটে, কীভাবে ডুবলো ফেরিটি?
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে