X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

পদ্মায় পানি বাড়ায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৪:৫০আপডেট : ১৯ জুন ২০২২, ১৪:৫০

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে চার কিলোমিটার এলাকায় কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। ৮-১০ ঘণ্টায়ও ফেরির দেখা মিলছে না। পদ্মা পানিতে বাড়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানান, পদ্মায় জেগে থাকা ছোট-বড় চরগুলো এরই মধ্যে ডুবে গেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ডুবতে শুরু করেছে। পানি বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করবে। রবিবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ২১ সেন্টিমিটার পানি বেড়েছে।

সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রতিটি ফেরির নদী পার হতে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এদিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এর মধ্যে এক কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী বাস। তবে জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

পদ্মায় পানি বাড়ায় ফেরি চলাচল ব্যাহত

যশোর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই ট্রাকচালক ফরিদুল ইসলাম বলেন, ‘আজ রাত ৩টার দিকে ঘাটে এসে সিরিয়ালে আটকা আছি। এখনও ফেরির দেখা পাইনি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘পদ্মা নদীতে পানি বাড়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বহরে থাকা ২০টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। ঘাট এলাকায় নদী পারের জন্য কিছু যানবাহন অপেক্ষায় আছে। আশা করছি বিকালের মধ্যে চাপ কমে আসবে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
উদ্বোধনী অনুষ্ঠানে ফেরির ভাড়া কমানোর ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী
পশ্চিমা বিশ্বের ওপর বাংলাদেশেরও চাপ আছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাগাড়
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস
আজকের আবহাওয়া: মাঝারী ধরনের ভারী বর্ষণের আভাস
রাজধানীতে মাদকসহ একদিনে গ্রেফতার ৪৩
রাজধানীতে মাদকসহ একদিনে গ্রেফতার ৪৩
মেন্সট্রুয়াল কাপ পরিষ্কার করবেন যেভাবে
মেন্সট্রুয়াল কাপ পরিষ্কার করবেন যেভাবে
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি