X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে ব্যবসায়ীকে হত্যা 

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০২২, ২২:১৯আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:০৩

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে গাজীপুরের ব্যবসায়ী রনি বাবুকে হত্যা করে তার বন্ধু স্বপন মিয়া ওরফে আসলাম (৩১)। এ ঘটনায় গ্রেফতার গ্রেফতার আসলাম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (২৭ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার স্বপন মিয়া জামালপুর জেলা সদর থানার চর মল্লিকপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত রনি বাবু একই গ্রামের মোতাহার হোসেনের ছেলে।    

ওসি বলেন, বাসন থানার মোগরখাল এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে স্বপরিবারে থাকতেন বন্ধু ও সম্পর্কে চাচাতো ভাই আসলাম ও বাবু। তারা দুজনই বিভিন্ন পোশাক কারখানায় সাব-কন্ট্রাক্টে ব্যবসা করতেন। গত শুক্রবার দুপুরে রনি বাবুর গলাকাটা লাশ তার গাজীপুরের ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রনির স্ত্রী গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ক্লুলেস এ হত্যার ঘটনার তদন্তে নামে পুলিশ। নানা তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ জুন) বিকালে ময়মনসিংহের ভালুকা থেকে নিহতের বন্ধু আসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে রনিকে খুন করার কথা স্বীকার করে আসলাম। গ্রেফতার আসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।  

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে রনির সঙ্গে আসলামের স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের এ সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানাজানি হলে আসলাম ক্ষুব্ধ হয়। রনিকে একাধিকবার বলার পরেও বিষয়টির সুরাহা হয়নি। এর জেরে রনিকে খুন করার সিদ্ধান্ত নেয় আসলাম। পরিকল্পনা অনুযায়ী আসলাম গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কোমলপানীয়ের সঙ্গে ঘুমের ১০টি ট্যাবলেট মিশিয়ে রনিকে খাওয়ায়। এতে রনি অচেতন হয়ে পড়লে ধারালো ‘কাটার’ (কাগজ কাটার চাকু) দিয়ে গলা কেটে তাকে খুন করা হয়। পরে দরজা বন্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে গ্রেফতার আসলাম।

 

/টিটি/ 
সম্পর্কিত
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক