X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
কাভার্ডভ্যানের চাপায় নিহত ৫

ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন চালক, ধারণা পুলিশের

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১৭:৫৪আপডেট : ৩০ জুন ২০২২, ১৮:০৪

সকাল ৬টা। ক্ষেত থেকে সবজি তুলে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ বাজারে বসেছেন কৃষকরা। কিছু সবজি বিক্রি হয়েছে। বাকিগুলো বিক্রির জন্য ক্রেতাদের সঙ্গে দরদাম করছেন। এর মধ্যে হঠাৎ একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাচ্চু মিয়া (৫৬), ফারুক হোসেন (৪৫) ও মোছাকিন মিয়া (৩০)। আহত হন আরও ছয় জন। হাসপাতালের নেওয়ার পথে মারা গেছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, সিলেটগামী কাভার্ডভ্যানের চালক ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

নিহতরা হলেন—রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার ফজর আলীর ছেলে ফারুক (৪৫) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মোছাকিন মিয়া (৩০), মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬) ও ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।

আরও পড়ুন: বাজারে ঢুকে পড়া কাভার্ডভ্যানের চাপায় নিহত বেড়ে ৫

প্রত্যক্ষদর্শীরা জানান, সকায় ৬টায় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশকিছু দোকান ও অটোরিকশা চাপা দেয়। এতে বাজারে থাকা পথচারী ফারুক, বাচ্চু ও মোছাকিন ঘটনাস্থলেই মারা যান। ভৈরবে হাসপাতালে নেওয়ার পর রিপনের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে মাধবদী এলাকায় মারা যান শাজাহান। এ ঘটনায় আহত চার জনকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, ‌‘মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সবাই কৃষক। আমি সবার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। জানতে পেরেছি, সকালে সবজি নিয়ে মাহমুদাবাদ বাজারে মহাসড়কের পাশে বসে বিক্রি করছিলেন তারা। এ সময় দুর্ঘটনা ঘটে। মহাসড়ক সংলগ্ন এলাকায় বসে কেউ যাতে সবজি বিক্রি না করে সেজন্য সবাইকে সচেতন করা হবে।’

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, কারও লাশ ময়নাতদন্ত করা হয়নি। সুরতহাল শেষে স্বজনরা লাশ নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুম চোখে নিয়ে কাভার্ডভ্যান চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল