X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শিক্ষকের মারধরে ২ ছাত্রী হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৭:০৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদুল আজহার ছুটি পেয়ে বিদ্যালয়ে আনন্দ-উল্লাস করায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে রূপগঞ্জের বরপায় হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে। রবিবার দুপুরে আহত শিক্ষার্থীদের স্বজনরা জানান, আহত দুজনকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছেন।

এখন সাধারণ শয্যায় রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. জসিম (৫৫) ওই এলাকার মৃত হাজী এছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর মা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, তার মেয়ে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩ জুলাই হতে ছুটি ঘোষণা করা হলে স্কুলের শিক্ষার্থীরা শনিবার দুপুর ১২টায় স্কুল ছুটি হলে আনন্দ-উল্লাস করছিল। এ সময় তারা চুমকি (জরি) দিয়ে মাখামাখি করে। এতে স্কুলের শিক্ষক মো. জসিম তার মেয়ে ও এক বান্ধবীকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে পিটুনি দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙা জখম হয়। বাদীর মেয়ে অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে ছিল। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।

আহত আরেক ছাত্রীর মামা দাবি করেন, শিক্ষক জসিম তাদের মারধর করে গুরুতর আহত করেছে। তারা বারবার অজ্ঞান হয়ে পড়ছিল। বেত দিয়ে পিটিয়েছে, চড়-থাপ্পড় দিয়েছে এবং চুল ধরে টান দিয়েছে। এ ঘটনায় তারা পা ধরে মাফ চাইতে গেলে লাথি মারে। স্কুলের মধ্যে এ ঘটনা ঘটেছে। তাদের অবস্থা খুব খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে থাকার পরে এখন বেডে দেওয়া হয়েছে।

হাসপাতালের কর্মকর্তা শাহজাহান বলেন, ‘গতকাল দুপুরে তাদের হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা বমি করা শুরু করে। অবস্থা খারাপ হলে বিকালে আইসিইউতে নেওয়া হয়। সকালে অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়।’

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলতে পারবো।’

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতিকে হত্যা করে বাবা-মা ও চাচি, আদালতে স্বীকারোক্তি
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
সর্বশেষ খবর
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
রাজবাড়ীতে আগুনে পুড়েছে ৩ দোকান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি