X
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

শিক্ষকের মারধরে ২ ছাত্রী হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৭:০৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদুল আজহার ছুটি পেয়ে বিদ্যালয়ে আনন্দ-উল্লাস করায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে রূপগঞ্জের বরপায় হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে। রবিবার দুপুরে আহত শিক্ষার্থীদের স্বজনরা জানান, আহত দুজনকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছেন।

এখন সাধারণ শয্যায় রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. জসিম (৫৫) ওই এলাকার মৃত হাজী এছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর মা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, তার মেয়ে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩ জুলাই হতে ছুটি ঘোষণা করা হলে স্কুলের শিক্ষার্থীরা শনিবার দুপুর ১২টায় স্কুল ছুটি হলে আনন্দ-উল্লাস করছিল। এ সময় তারা চুমকি (জরি) দিয়ে মাখামাখি করে। এতে স্কুলের শিক্ষক মো. জসিম তার মেয়ে ও এক বান্ধবীকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে পিটুনি দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভাঙা জখম হয়। বাদীর মেয়ে অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে ছিল। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।

আহত আরেক ছাত্রীর মামা দাবি করেন, শিক্ষক জসিম তাদের মারধর করে গুরুতর আহত করেছে। তারা বারবার অজ্ঞান হয়ে পড়ছিল। বেত দিয়ে পিটিয়েছে, চড়-থাপ্পড় দিয়েছে এবং চুল ধরে টান দিয়েছে। এ ঘটনায় তারা পা ধরে মাফ চাইতে গেলে লাথি মারে। স্কুলের মধ্যে এ ঘটনা ঘটেছে। তাদের অবস্থা খুব খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে থাকার পরে এখন বেডে দেওয়া হয়েছে।

হাসপাতালের কর্মকর্তা শাহজাহান বলেন, ‘গতকাল দুপুরে তাদের হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা বমি করা শুরু করে। অবস্থা খারাপ হলে বিকালে আইসিইউতে নেওয়া হয়। সকালে অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়।’

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলতে পারবো।’

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সর্বশেষ খবর
মগবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মগবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তির জানান দিলো উ. কোরিয়া
একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তির জানান দিলো উ. কোরিয়া
আর্থিক অন্তর্ভুক্তিতে নগদ বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে: পলক
আর্থিক অন্তর্ভুক্তিতে নগদ বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে: পলক
গায়ে ধাক্কা লাগায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
গায়ে ধাক্কা লাগায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
সর্বাধিক পঠিত
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
অনলাইনে বিক্রি হচ্ছে জাল নোট, মিলছে হোম ডেলিভারিও
রেললাইনে উঠে পড়া বাসটিকে ২০০ গজ টেনে নিয়ে গেলো ট্রেন
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষরেললাইনে উঠে পড়া বাসটিকে ২০০ গজ টেনে নিয়ে গেলো ট্রেন
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর