X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাসে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা ৫০ হাজার 

শরীয়তপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১৮:৫০আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৮:৫০

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরগামী বাসে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার সত্যতা পাওয়ায় পাঁচটি বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড ও প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোরি এক্সপ্রেসের দুটি, শরীয়তপুর পরিবহনের একটি, শরীয়তপুর সুপার সার্ভিস ও বিআরটিসির একটি বাসকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

যাত্রীদের অভিযোগ- সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও প্রতিটি বাসের যাত্রীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া অধিকাংশ বাসেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল জরিমানা আদায় করা বাসগুলোর কর্মীরা। 

শরীয়তপুর সুপার সার্ভিসের এক যাত্রী যোবায়ের হোসেন বলেন, গাড়িতে ডেকে উঠিয়ে ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয়। তাই বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিতে হয়েছে। 

শরীয়তপুর পরিবহনের আরেক যাত্রী রানা খান বলেন, শরীয়তপুর পরিবহন জোর করে টাকা আদায় করছে। বাড়তি টাকা দিতে একজন অস্বীকার করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেছে। আমরা শরীয়তপুর পরিহনটি বন্ধের দাবি জানাচ্ছি।

 শরীয়তপুর সুপার সার্ভিসের এক চালক জানান, সড়কে গাড়ির সংখ্যা কম। যাত্রীরা সামনে ইট নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে এক হাজার টাকা ভাড়া হলেও আমাদের নিতে হবে। কিন্তু পরে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন।  

গ্লোরি এক্সপ্রেসের এক চালক জানান, আসার সময় গাড়িতে ভরপুর যাত্রী থাকে। তবে যাওয়ার সময় খালি যেতে হয়, পদ্মা সেতুর টোল আছে, তাই ভাড়া একটু বেশি নিতে হয়। 

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ায় আজ আমরা পাঁচটি পরিবহন বাসকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। যাত্রী হয়রানি বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
‘এবারের ঈদযাত্রা খুব খারাপ হয়নি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি