X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২০ অগ্রহায়ণ ১৪৩০

থানায় উপজেলা চেয়ারম্যানের জিডি

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ২২:৩১আপডেট : ২৮ জুলাই ২০২২, ২৩:১২

নিজের প্রাণ ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আমানত হোসেন খান। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় তিনি কাপাসিয়া থানায় ডায়েরি করেন।

ডায়েরিতে তিনি উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে আমি অত্যন্ত সুনামের সঙ্গে সুশৃঙ্খলভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করাসহ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছি। বর্তমানে কাপাসিয়ার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই কুচক্রী মহল প্রকাশ্যে মিছিল করে আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। বর্তমানে আমার প্রাণনাশের সংশয় রয়েছে। এমতাবস্থায় আমার ও পরিবারের জীবনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

আমানত হোসেন খান বলেন, মিথ্যা একটি বিষয়কে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত করার চেষ্টা করছে। তাই আমার জীবন ও পরিবারের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সাধারণ ডায়েরি করেছি।

কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম বলেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। জিডিতে কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জুলাই একটি পত্রিকায় ‘আওয়ামী লীগের ভেতরে এমপি লীগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমানত হোসেন খানকে উদ্ধৃত করে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়। ওই সংবাদ প্রকাশের পর কয়েকদিন ধরে উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিজ দলের উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এমপির সমর্থকরা। তারা এই ঘটনায় আমানত হোসেনকে কাপাসিয়ায় অবাঞ্ছিত ঘোষণাও করেছে।

এদিকে, প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি দাবি করেন, তাকে উদ্ধৃত করে সংবাদে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, ওই বক্তব্য তার নয়। তিনি কোনও সাংবাদিকের কাছে এমপিকে জড়িয়ে কোনও বক্তব্য দেননি। প্রকাশিত সংবাদে তার বক্তব্যের অংশটুকু মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।

তিনি অভিযোগ করেন, কাপাসিয়ার রাজনীতির পরিবেশ নষ্ট করার জন্য ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর জন্য কোনও স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। তারা আমার সঙ্গে কথা না বলে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। সংবাদে আমাকে উদ্ধৃত করে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সম্পর্কে কিছু অসত্য কথা বলা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
সর্বাধিক পঠিত
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস