X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-চাঁদপুর লঞ্চে ডাবল কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা

চাঁদপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৩:২৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৩:২৩

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকা-চাঁদপুর নৌপথে যাত্রীবাহী লঞ্চের প্রতি শ্রেণিতে ৩০ শতাংশ ভাড়া বেড়েছে। প্রতিটি ডাবল কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা, সিঙ্গেল কেবিনে বেড়েছে ১০০ টাকা, চেয়ার ও ডেকে বেড়েছে ৫০ টাকা। ভাড়া বাড়ায় যাত্রীদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, অধিকাংশ লঞ্চে যাত্রীদের কাছ থেকে তার চেয়ে কম নেওয়া হবে।

ঈগল লঞ্চের সুপারভাইজার আজগর আলী জানান, ‌আগে ডেকের ভাড়া ছিল ১৫৬ টাকা। এখন তা বেড়ে হয়েছে ২০৪ টাকা। চেয়ারের ভাড়া ২২০ থেকে বেড়ে ২৫০ টাকা, বিজনেস ক্লাসের চেয়ারের ভাড়া ৩৫০ থেকে বেড়ে ৪০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ৭০০ থেকে বেড়ে ৮০০ টাকা, ১২০০ টাকার ডাবল কেবিনের ভাড়া এখন ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এত টাকা দিয়ে যাত্রীরা হয়তো যেতে চাইবেন না। তাই কোনও কোনও লঞ্চ ভাড়া একটু কম নিতে পারে। মালিকরা এগুলো নিয়ে বসবেন। হয়তো অনেক লঞ্চ কেবিনের আগের ভাড়াই রাখবেন। তবে ভাড়া বাড়ানোর ঘোষণার পর যাত্রী আগে থেকে অনেক কমে গেছে। ডাবল কেবিনের ভাড়া আমরা এখনো ১২০০ টাকাই নিচ্ছি।’

এমভি রফরফ লঞ্চের সুপারভাইজার বিপ্লব সরকার বলেন, ‘মালিক সমিতি ও সরকারের সমন্বয়ে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, সব লঞ্চের ভাড়া সেটিই। হয়তো কিছু কিছু লঞ্চ প্রতিযোগিতা করতে গিয়ে ভাড়ায় ছাড় দেবে। আবার কেউ কেউ নির্ধারিত ভাড়াই নেবে। এর আগেও যখন সরকার ভাড়া নির্ধারণ করে তখন সিঙ্গেল কেবিনের ছিল ৭০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ছিল ১২০০ টাকা। কিন্তু অনেকে ভাড়া কমিয়ে ৫০০ ও এক হাজার টাকাও নিতো। এবারও যে ভাড়া বেড়েছে হয়তো লঞ্চগুলো কেবিনের ক্ষেত্রে কিছু কম নিতে পারে। ভাড়া বাড়ায় যাত্রী সঙ্কটে ঢাকা-চাঁদপুর নৌপথে কয়েকটি লঞ্চ বন্ধ আছে।’

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, ঢাকা-চাঁদপুর নৌপথের দূরত্ব ৬৮ কিলোমিটার। সেই হিসাবেই যাত্রীবাহী লঞ্চের ভাড়া বেড়েছে। ইতোমধ্যে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সদরঘাটে এক লঞ্চকে অর্থদণ্ড, ৫টির রশি জব্দ
সদরঘাটে পাঁচ যাত্রীর মৃত্যু: ৫ জন রিমান্ডে
সদরঘাটে নিহত ৫দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি