X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া শিশুর বাবাকে মারধর, এএসআই প্রত্যাহার

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১৩:৩৬আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৩:৪০

মানিকগঞ্জের শিবালয় থানায় ধর্ষণচেষ্টার বিচার চাইতে গিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেনের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুকন্যার বাবা।

শনিবার (২০ আগস্ট) রাতে শিবালয় থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই আরিফ হোসেনকে রাতেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী ওই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জানান, স্ত্রীসহ ঢাকায় থাকেন তিনি। তাদের পাঁঁচ বছরের মেয়ে থাকেন দাদির কাছে। গত ২০ জুলাই উপজেলার আওয়ামী লীগ সদস্য মান্নান খানের চাচাতো ভাই রজ্জব খান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি হাতেনাতে ধরে ফেলে দাদি। পরে স্থানীয় মোড়লদের জানানো হলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তারা কোনও পদক্ষেপ নিচ্ছিলেন না। উল্টো তাকেই নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। 

গত ১৪ আগস্ট শিবালয় থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিতে মা ও মেয়েকে নিয়ে থানায় যান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন না। থানায় আসার কারণ জানতে এগিয়ে আসেন এএসআই আরিফ। তাকে পুরো ঘটনা জানান শিশুটির বাবা। কিন্তু আরিফ ঘটনাটি বিশ্বাস করছিলেন না। কথাবার্তার এক পর্যায়ে শার্টের কলার ধরে তাকে একটি কক্ষে নিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, কক্ষে নেওয়ার পর অভিযুক্তের ভাই আওয়ামী লীগ নেতা মান্নানকে মোবাইল ফোনের কলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারাসহ লাঠি দিয়ে পেটাতে থাকেন আরিফ। এক পর্যায়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় বাইরে তার মা ও মেয়ে কান্নাকাটি করলেও আরিফের হাত থেকে রক্ষায় থানার কেউ এগিয়ে আসেননি। পরে তাকে মেঝে থেকে তুলে আরিফ বলেন, ‌‘যা চলে যা, দৌড়ে চলে যাবি’।

শিশুটির দাদি জানান, ছেলের সঙ্গে নাতনিকে কোলে নিয়ে তিনিও থানায় গিয়েছিলেন। এএসআই আরিফ যখন তার ছেলেকে টেনে কক্ষে নিয়ে মারদর করে, তখন কয়েকজন পুলিশ সদস্যের হাত-পা ধরে কান্নাকাটি করেছেন। কিন্তু কেউ তার ছেলেকে উদ্ধার করেননি। একজন বিচার প্রার্থীর সঙ্গে পুলিশ সদস্যের এমন আচরণের বিষয়টি জানাতে রাতেই তারা মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে যান শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে। এ সময় মা ও এলাকার একজনের কাঁধে ভর করে শিশুটির বাবাকে অফিসে ঢুকতে দেখা যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী জানান, ঘটনা জানার পর অভিযুক্ত এএসআই আরিফ হোসেনকে রাতেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য সুপারিশ করা হবে। এছাড়া ধর্ষণচেষ্টা মামলার আসামিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সংঘবদ্ধ ধর্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে স্কুলছাত্রী
নিজের বিমানে ওড়া সেই জুলহাসের পাশে তারেক রহমান, দিলেন প্রতিশ্রুতি
নিজের তৈরি বিমানে উড়লেন মানিকগঞ্জের জুলহাস
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ