X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সড়ক প্রশস্তের জন্য কাটা হচ্ছে অর্ধশত বছরের পুরনো গাছ

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫

সড়ক প্রশস্তকরণের কথা বলে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানের প্রাচীন গাছ কাটার অভিযোগ উঠেছে। উদ্যানের শোভাবর্ধন ও পশুপাখির অভয়াশ্রমখ্যাত উদ্যানের গাছ কাটায় পরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করছেন পরিবেশ আন্দোলন কর্মী ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এক সময়ের নির্জন, পরিপাটি ও সবুজ ঘেরা টাঙ্গাইল শহরটি কয়েক দশকের মধ্যেই অপরিকল্পিত নগরায়নে পরিণত হয়েছে। বৃক্ষ নিধনের মাধ্যমে শহর যেন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। সম্প্রতি জেলা সদর সড়ক যানজটমুক্ত করতে ক্লাব রোড মোড় প্রশস্তের জন্য শহীদ স্মৃতি পৌর উদ্যান এবং টাঙ্গাইল ক্লাব এলাকার মধ্যবর্তী অর্ধশত বছরের পুরাতন বেশকিছু গাছ কেটে ফেলেছে পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়া উদ্যানের ভেতরে দলীয় ও রাজনৈতিক অনুষ্ঠান বিঘ্নিত হওয়ার নামে গাছের ডাল কাটা হয়েছে।

প্রকল্পটিতে যাতে উদ্যানের কোনও গাছ কাটা না হয় সে বিষয়ে আহ্বান করেছিলেন শহরের বাসিন্দা ও পরিবেশবাদীরা। কিন্তু পৌর কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করে উদ্যানের আশপাশের চারটি কড়ই ও আমগাছ কেটেছে। এরপর গত ৩১ আগস্ট উদ্যানের ভেতরে গাছ কাটার প্রস্তুতি নেয় পৌর কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় সাংবাদিক ও নাগরিকদের তুপের মুখে গাছ কাটা বন্ধ রাখা হয়।

গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করছেন পরিবেশ আন্দোলন কর্মী ও এলাকাবাসী

এদিকে, সাধারণ শিক্ষার্থীরা পৌর উদ্যানের গাছ কাটা বন্ধ ও পার্কের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ৮ দফা দাবি উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন। এছাড়া মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। 

টাঙ্গাইল হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ। সেই গাছই যদি উন্নয়নের নামে কেটে ফেলা হয় তাহলে ভারসাম্য বজায় থাকবে না। উদ্যানের পুরাতন গাছগুলো কাটা হচ্ছে। গাছ না কেটে কীভাবে উন্নয়ন করা যায়, সেই পরিকল্পনা করে উন্নয়ন কাজ করা হোক। গাছ কাটা বন্ধ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফায়জুর রহমান শাকিল বলেন, ‘উদ্যানের আর একটি গাছ তো দূরের কথা গাছের ডালও কাটা যাবে না। গাছ কাটা বন্ধ না হলে আমরা আন্দোলন করবো। সেই সঙ্গে উদ্যানে ভারী যানবাহন পার্কিং নিষিদ্ধ করতে হবে।’

প্রফেসর সোহরাব উদ্দিন মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী তামান্না ইমা বলেন, ‘উদ্যানকে তার আগের রূপে ফিরিয়ে দিতে হবে। উদ্যান নিরিবিলি বসার স্থান। এখানে মানুষের বসার ব্যবস্থা করতে হবে। উদ্যানের পরিবেশ যেন ভারসাম্যহীন এবং নোংরা না হয়ে পড়ে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। উদ্যানের পরিবেশ ফিরিয়ে আনতে নতুন করে বৃক্ষরোপণ করা প্রয়োজন।’

উদ্যানের গাছ কাটায় পরিবেশে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা

পরিবেশ আন্দোলন কর্মী সাংবাদিক রতন আহমেদ সিদ্দিকী জানান, পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলে উদ্যানের পুরনো গাছ কাটা বন্ধের আহ্বান জানানো হয়েছে। গাছ কাটা বন্ধ না করলে আরও কঠোর আন্দোলন করা হবে।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, ‘উদ্যানের বেশকিছু গাছের ডালপালা কাটার জন্য পৌর কর্তৃপক্ষ একটি আবেদন করেছিল। কিন্তু গাছের ডালপালা কাটার অনুমতি বন বিভাগ দিতে পারে না। এ বিষয়ে অনুমতি দিতে পারে জেলা প্রশাসন। এছাড়া অবৈধভাবে কোনও গাছ কাটা হলে পরিবহনের সময় জব্দ করে বন বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, ‘যানজট কমাতে পৌর উদ্যান ও টাঙ্গাইল ক্লাবের মাঝামাঝি মোড়টি প্রশস্ত করার জন্য চারটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উন্মুক্ত নিলামের মাধ্যমে গাছগুলো কাটা হচ্ছে। এখানে পৌরসভা কর্তৃপক্ষ গাছ কাটছে না। এছাড়া উদ্যানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। গাছের ডালপালার কারণে সামিয়ানা টাঙানো যায় না। ফলে বন বিভাগের অনুমতি সাপেক্ষে ডালপালা কাটা হয়েছে। শহরকে যানজট মুক্ত এবং জনসাধারণের উন্নয়নের স্বার্থে কাজ করা হবে।’

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, ‘সড়ক প্রশস্তের জন্য পৌর কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনারকে দিয়ে (ভূমি) তদন্তের মাধ্যমে গাছ কাটতে উন্মুক্ত নিলাম ডাকা হয়। যথাযথ নিয়মের মাধ্যমেই গাছগুলো কাটা হয়েছে। তবে উদ্যানের ভেতরে গাছগুলোর ডালপালা কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।’ 

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের‍্যাম্প নির্মাণে কাটতে হবে অর্ধশত গাছ, নাগরিক সমাজের বিক্ষোভ
সৌন্দর্যবর্ধনের বলি হচ্ছে গাছ, তাতেও অনিয়ম!
বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের