X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘এখানে ছাত্রলীগের কেউ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯

নিজ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আড়াইহাজারের মুরব্বিরা এখানে আছেন, আমার এখানে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে, এমন ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেবো। আড়াইহাজারে ছাত্রলীগের কোনও ছেলে কখনও সিগারেট হাতে নেয়নি।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মধুর, কোনও বদনাম নেই। তবে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে। সেগুলো গোনায় ধরার মতো না। শত্রুরা সবসময় নানান কথা বলে। পত্রপত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনও অপরাধ করতে পারেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওই খালেদা জিয়া আর তারেক রহমানরা তাদের ছাত্রদল নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না। আমি পারবো, কারণ ছাত্রলীগ আমাকে মানুষ করেছে।’

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস আছে। করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে বসে থাকেনি। মানুষকে খাদ্য, ওষুধ ও চিকিৎসাসেবা দিয়েছে। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে। এতে কোনও সন্দেহ নেই।’

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

এর আগে বেলা ১১টায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। বিকালে সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে সরকারি সফর আলী কলেজের কমিটি পরে ঘোষণা করা হবে বলে সম্মেলন থেকে জানানো হয়। রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

/এলকে/এএম/
সম্পর্কিত
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী