X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

রাতের আঁধারে ঢালাই, উঠে যাচ্ছে সকালেই

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২

গোপালগঞ্জের কাশিয়ানীতে তড়িঘড়ি করে রাতের আঁধারে রাস্তার পিচ ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। শিডিউল না মেনে ও নামমাত্র বিটুমিন দিয়ে কাজ করায় সকালেই উঠে গেছে সেই কার্পেটিং। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বাথানডাঙ্গা এলাকার ওই রাস্তাটির পিচ ঢালাই দেওয়া হয়। আর সকালেই তা উঠে যেতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন স্থানীয়দের বাধা উপেক্ষা করে রাতের আঁধারে নিম্নমানের পিচের কার্পেটিংয়ের কাজ করেছে। যা হাত দিয়ে টান দিলে বা পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে। ২৫ মিমি কার্পেটিং করার কথা থাকলেও কিছু কিছু স্থানে ৫ থেকে ৭ মিমি কার্পেটিং করা হয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

কাশিয়ানী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বাথানডাঙ্গা-সাতাশিয়া ভায়া মাহমুদপুর ১১০০ মিটার সড়ক প্রশস্তের কাজের টেন্ডার হয়। কাজের ব্যয় ধরা হয় ৯৫ লাখ ৬২ হাজার ৮১৩ টাকা। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে ই-বিএসিকে-(জেভি)।

বাথানডাঙ্গা গ্রামের বাসিন্দা রুবেল শেখ অভিযোগ করে বলেন, ‘ঠিকাদারের লোকজন রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত কার্পেটিংয়ের কাজ করেছেন। তারা তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করেছেন। কোনও কোনও জায়গায় একেবারে পিচ দেয়নি বললে চলে। আবার অনেক জায়গায় পিচ উঠে যাচ্ছে। এ ছাড়াও কার্যাদেশ অনুযায়ী রাস্তার কার্পেটিং কাজে পুরু ২৫ মিমি হওয়ার কথা থাকলেও কোনও কোনও স্থানে মাত্র ৫-৭ মিমি দেওয়া হয়েছে।’

কাজে অনিয়ম হয়েছে স্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মাদ আলী বলেন, ‘সন্ধ্যার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঠিকাদারের লোকজন দাহ্য তরল নির্মাণসামগ্রী নিয়ে কর্মস্থলে কাজ করতে আসেন। এ সময় তাদের কাজ করতে নিষেধ করি। এলাকাবাসীও কাজে বাধা দেন। এতে ঠিকাদারের লোকজন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে ও ভয়ভীতি দেখায়। পরে এলাকাবাসী পানি-কাদার মধ্যে কাজ করার বিষয়টি ইউএনও ও আমার স্যারকে (নির্বাহী প্রকৌশলী) কল করে জানান। পরে কাজ বন্ধ রাখা হয়।’

তিনি বলেন, ‘পরে দাহ্য বিটুমিন মিশ্রিত নির্মাণসামগ্রী নষ্টের কথা বিবেচনা করে নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়। এর আগে রাত পৌনে ৯টার দিকে একটি জিপ গাড়ি ভরে কয়েকজন লোক এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে উপজেলা প্রকৌশলী স্যারের নির্দেশে রাত সাড়ে ১০টার দিকে কাজের সাইট থেকে আমি চলে আসি। এরপর ঠিকাদারের লোকজন তাদের ইচ্ছামতো কাজ করেছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নুরু শিকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজ অনেক আগেই শেষ হয়েছে। সামান্য একটু কাজ বাকি ছিল, সেটুকু ওইদিন করা হয়েছে। কিছু লোক বাধা দিলে পরে নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় অফিস থেকে লোক পাঠিয়ে করা হয়েছে। রাতে করা হয়েছে- কাজে ত্রুটি থাকলে ঠিক করে দেওয়া হবে।’

কাশিয়ানী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মোরশেদুল হাসান রাতে কাজ করার কথা স্বীকার করে বলেন, ‘কাজ চলমান আছে। কোথাও কোনও সমস্যা হলে ঠিক করে দেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে বিএনপি-জামায়াত: কাজী নাবিল
‘১৫ আগস্টের অভিজ্ঞতা থেকে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছেন শেখ হাসিনা’
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে অনেকের মনে কষ্ট’
সর্বশেষ খবর
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
নিউইয়র্কে ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো’
নিউইয়র্কে ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো’
সফট স্কিলের ঘাটতির কারণে চাকরি পাচ্ছেন না গ্র্যাজুয়েটরা
সফট স্কিলের ঘাটতির কারণে চাকরি পাচ্ছেন না গ্র্যাজুয়েটরা
কবি নজরুল কলেজে দুই সাংবাদিককে পেটালো ছাত্রলীগ
কবি নজরুল কলেজে দুই সাংবাদিককে পেটালো ছাত্রলীগ
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড