বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপপ্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের মুন্সীগঞ্জের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্টেডিয়াম মাঠে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
জানাজার আগে দুপুর ২টার দিকে তাকে গার্ড অব অনার দেয় প্রশাসন। জানাজায় বিএনপির কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। তাকে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হোসেন পাটোয়ারী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমি এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করি। দুপুর ২টার কিছুক্ষণ আগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসায় মারা যান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপপ্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন।
তিনি ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। এরপর তিনি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। ১৯৯২ সালে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।