X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্যোক্তার রেস্তোরাঁয় হামলার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড় ঘেঁষে অবস্থিত এক তরুণ উদ্যোক্তার রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

রেস্তোরাঁর মালিক ও তরুণ উদ্যোক্তা এম এম জনি দাবি করেন, হামলাকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের ঘনিষ্ঠ অনুসারী। তবে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতির দাবি, বিষয়টি তিনি জানেন না। তবে কোনও ব্যক্তি করে থাকলে ছাত্রলীগ এর দায় নিতে পারে না।

রেস্তোরাঁর লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কালিগঙ্গা নদীর দক্ষিণ পাড় ঘেঁষে ‘বেউথা টি ইফেক্ট অ্যান্ড ফিশ ল্যান্ড’ নামে ওই রেস্তোরাঁ গড়ে তোলেন জনি। তিনি জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাংগঠনিক সম্পাদকও। সোমবার রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মনিরুল হক মিম, ছাত্রলীগ কর্মী শামীম হোসেন বাবু, আতিকুর রহমান ও তন্ময় হোসেনসহ ৮/১০ নেতা-কর্মী মদ্যপ অবস্থায় ওই রেস্তোরাঁয় ঢুকে গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে তারা রেস্তোঁরায় খেতে আসা তরুণীদের উত্ত্যক্ত করেন। রেস্তোরাঁর মালিক জনি তাদেরকে সংযত হতে বলেন। পরে তারা আরও উত্তেজিত হয়ে তার সঙ্গেও অশোভন আচরণ করতে থাকেন এবং তারা বলতে থাকেন তারা ছাত্রলীগের রাজনীতি করেন। পরে তারা সেখান থেকে চলে যান।

এরপর রাত ১০টার দিকে ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী ধারালো চাপাতি ও রামদা নিয়ে ওই রেস্তোরাঁয় ঢুকে হামলা চালান। তারা রেস্তোরাঁর ছয়টি টিনশেড ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করেন। একই সময়ে দুটি ফ্রিজ, বেশ কয়েকটি চেয়ার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। বাধা দিতে গেলে হামলাকারীরা রেস্তোরাঁর ব্যবস্থাপক আসিফ হোসেনকে চাপাতি দিয়ে আঘাত করেন। এতে তার দুই হাত রক্তাক্ত জখম হয়।

মঙ্গলবার সকালে রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, চার-পাঁচটি টিনশেড ঘরের বেড়া কাটা। রেস্তোরাঁর দুটি ফ্রিজ, বেশ কয়েকটি চেয়ার ও একটি মোটরসাইকেল ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। রেস্তোরাঁর বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে আছে।

মালিক এম এম জনি দাবি করেন, মদ্যপ অবস্থায় আসা ছাত্রলীগের নেতাকর্মীরা রেস্তোরাঁয় মেয়েদের উত্ত্যক্ত করতে থাকেন। বাধা দেওয়ায় তারা বলেন, আমরা ছাত্রলীগের সভাপতি সুমনের লোকজন। তাৎক্ষণিক জনি জেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান তারা। এরপর রাত ১০টার দিকে ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী রেস্তোঁরায় ঢুকে তাণ্ডব চালান। হামলার সময় রেস্তোরাঁ থেকে ২৪ হাজার টাকা লুট করে নিয়ে যান। এ ঘটনায় তার ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধমূলক। এই ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে আমি ওই রেস্তোরাঁয় যাই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতারা
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ভারতবিরোধী কনটেন্ট করায় ক্রিয়েটরের বাড়িতে হামলার অভিযোগ
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি