X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৭

মাদারীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে কমপক্ষে সাত জন আহত হয়েছেন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত হলেও মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। তবে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। 

পুলিশ জানায়, উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সঙ্গে একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থক রিপন হাওলাদার, রুমি হাওলাদার, আবু সাঈদ ও ইমরানসহ সাত জন আহত হন। পরে আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন বর্তমান চেয়ারম্যানের সমর্থক ও ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার। পরে পুলিশ অভিযান চালিয়ে সালাম সরদার নামে একজনকে গ্রেফতার করেন। এদিকে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মামলার বাদী দেলোয়ার হাওলাদার বলেন, আমার লোকজনের উপর হামলা চালিয়েছে মিলন সরদারের লোকজন। তাই আমি তাদের নামে মামলা করেছি। 

সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার বলেন, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে বাধা প্রদান করেন সাহেদ পারভেজের লোকজন। 

বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত করেছে মিলন সরদারের লোকজন।  

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল