X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৭

মাদারীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৭:২৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে কমপক্ষে সাত জন আহত হয়েছেন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত হলেও মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। তবে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। 

পুলিশ জানায়, উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সঙ্গে একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থক রিপন হাওলাদার, রুমি হাওলাদার, আবু সাঈদ ও ইমরানসহ সাত জন আহত হন। পরে আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন বর্তমান চেয়ারম্যানের সমর্থক ও ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার। পরে পুলিশ অভিযান চালিয়ে সালাম সরদার নামে একজনকে গ্রেফতার করেন। এদিকে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মামলার বাদী দেলোয়ার হাওলাদার বলেন, আমার লোকজনের উপর হামলা চালিয়েছে মিলন সরদারের লোকজন। তাই আমি তাদের নামে মামলা করেছি। 

সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার বলেন, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে বাধা প্রদান করেন সাহেদ পারভেজের লোকজন। 

বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত করেছে মিলন সরদারের লোকজন।  

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!