X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিছিলে হামলার অভিযোগ, ছাত্রদল নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১২:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় ‘পালাতে গিয়ে’ গাড়িচাপায় অমিত হাসান অনিক (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার আমির হোসেনের ছেলে। অমিত ওই ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে ঢামেক হাসপাতালের অমিত হাসান অনিকের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল করে। মিছিলটি ভুলতা চৌরাস্তা থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ের মুন্সির পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে অমিত হাসানকে ধাওয়া করে এবং তাকে ফেলে দেয়। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়।’

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘মিছিল শেষে নেতাকর্মীরা যখন নিজ নিজ গন্তব্যের পথে, ঠিক তখনই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে পেছন থেকে সশস্ত্র হামলা করে। তারা অমিত হাসান অনিককে মারধর করে এবং এক পর্যায়ে চলমান গাড়ির (মাইক্রোবাস) নিচে ফেলে দেয়। দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফিরিয়ে দেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত মারা যান।

ছাত্রদল সূত্রে জানা গেছে, এই ঘটনায় আরও আহত হয়েছেন ছাত্রদল কর্মী আবু হানিফ, আপু মিয়া, আমির হোসেন, আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাসেদুল ইসলাম। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া বলেন, ‘হামলার অভিযোগ ভিত্তিহীন। আমরা তাদের ওপর হামলা চালাইনি। গাউছিয়া মার্কেটে আমাদের একটা মিটিং ছিল। কিন্তু আমাদের ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালাইনি।’

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘ঢামেক থেকে জানতে পেরেছি, রূপগঞ্জের ভুলতা এলাকায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা