X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মিছিলে হামলার অভিযোগ, ছাত্রদল নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১২:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় ‘পালাতে গিয়ে’ গাড়িচাপায় অমিত হাসান অনিক (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার আমির হোসেনের ছেলে। অমিত ওই ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে ঢামেক হাসপাতালের অমিত হাসান অনিকের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল করে। মিছিলটি ভুলতা চৌরাস্তা থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ের মুন্সির পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে অমিত হাসানকে ধাওয়া করে এবং তাকে ফেলে দেয়। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়।’

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘মিছিল শেষে নেতাকর্মীরা যখন নিজ নিজ গন্তব্যের পথে, ঠিক তখনই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে পেছন থেকে সশস্ত্র হামলা করে। তারা অমিত হাসান অনিককে মারধর করে এবং এক পর্যায়ে চলমান গাড়ির (মাইক্রোবাস) নিচে ফেলে দেয়। দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফিরিয়ে দেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত মারা যান।

ছাত্রদল সূত্রে জানা গেছে, এই ঘটনায় আরও আহত হয়েছেন ছাত্রদল কর্মী আবু হানিফ, আপু মিয়া, আমির হোসেন, আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাসেদুল ইসলাম। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া বলেন, ‘হামলার অভিযোগ ভিত্তিহীন। আমরা তাদের ওপর হামলা চালাইনি। গাউছিয়া মার্কেটে আমাদের একটা মিটিং ছিল। কিন্তু আমাদের ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালাইনি।’

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘ঢামেক থেকে জানতে পেরেছি, রূপগঞ্জের ভুলতা এলাকায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি