X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘হিন্দুরা ভোট না দিলে আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না’

মাদারীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৮:০০

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গণ-সংযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ বিটু বলেছেন, ‘হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।’

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলে।

বিনয় কুমার বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ করেছে। এই দেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদ ও অধিকার বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোনও হিন্দু লোক রাজাকার ছিল।’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব ধর বলেন, ‘বিএনপির আমলে যেভাবে আমাদের ওপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনও সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধ ও আমাদের সরকার ক্ষমতায় আসার পরও আমাদের ওপর হামলা হচ্ছে। আমাদের জায়গা-জমি এমনকি মন্দিরের জায়গা-জমিও জোর করে দখল করা হচ্ছে। হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এ হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিল, সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে পরে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবি করি, আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।’

মাদারীপু‌র পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত বৈদ্য না‌দিম বলেন, ‘আগামী বছর সংসদ নির্বাচনের বছর। তাই নির্বাচনের সময় হিন্দু‌দের ওপ‌রে নানা ধরনের হুমকি আসে। আমা‌দের ঐক্যবদ্ধ থাক‌তে হবে। সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, দফতর সম্পাদক মিহির রঞ্জন হালদার, সহ-দফতর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপ‌তি প্রাণ‌তোষ মণ্ডল প্রমুখ বক্তৃতা করেন।

সম্মেলন শেষে বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি